রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০১:১০

পুরাণবাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

স্টাফ রিপোর্টার
পুরাণবাজারে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি ২০২৫) দুপুরে ব্রিজের গোড়া ও লোহারপুল এলাকায় পূর্ব শ্রীরামদি পাটোয়ারীপুল ও ঘোষপাড়া এলাকার স্থানীয়দের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষ মারামারিতে ধারালো অস্ত্রের মহড়া, ইট পাটকেল ও কাচের বোতল নিক্ষেপ করে। সরজমিনে গিয়ে জানা যায়, পূর্ব বিরোধের জেরে পূর্ব শ্রীরামদী এলাকার সোহেল গাজী-জামাল মোল্লা গ্রুপের সাথে লোহারপুল এলাকার তন্ময় গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে মারামারিতে লিপ্তরা বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতা-কর্মী বলে স্থানীয় সূত্রে জানা যায়। প্রথমে একদল দেশীয় অস্ত্র নিয়ে লোহারপুল এলাকার তন্ময়দের আদি মিষ্টান্ন ভাণ্ডারে হামলা চালায়। পরে ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপির লোকজন মিলে তাদেরকে প্রতিহত করে। সংঘর্ষকালে ব্রীজের গোড়া ও র‌্যালি মসজিদের সামনে দুপক্ষের মাঝে ইট ও কাচের বোতল ছুঁড়ে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। অপরদিকে ৪নং ওয়ার্ডের দাসপাড়া ও পাটওয়ারীপুল সড়কে দোকানপাট ও বাড়িঘরে হামলার খবর পাওয়া যায়। দুপক্ষের হামলায় ৪নং ওয়ার্ড বাসিন্দা রিকশা চালক সুজনসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়। প্রায় দুই ঘন্টার সংঘর্ষের খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে পুলিশ, ডিবি ও সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলার বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শ্রীরামদী ও পশ্চিম শ্রীরামদী এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়