বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১৯:০৬

মাদ্রাসার কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এমএ হান্নান

যেসব নেতা অন্যায়ের প্রতিবাদ করে না তাদের স্থান অবশ্যই জাহান্নামে হবে

ফরিদগঞ্জ ব্যুরো
যেসব নেতা অন্যায়ের প্রতিবাদ করে না তাদের স্থান অবশ্যই জাহান্নামে হবে

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের রামদাসেরবাগ তা’লীমুল কুরআন নূরানী মাদ্রাসার উদ্যোগে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা এবং মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নান।

এমএ হান্নান তাঁর বক্তব্যে বলেন, আমরা যারা রাজনীতি করি, অধিকাংশ আমরা জাহান্নামে যাবো। কারণ, নেতা-কর্মীরা বলে রাজনীতি করলে নাকি চুপ থাকতে হয়। কোনো নেতা যদি মিথ্যা কথা বলে, কারো জমি দখল করে, কারো ঘরে তালা দিয়েছে, কিন্তু বলা যাবে না। তাহলে নেতার সমর্থন কমে যাবে। এ রকম যদি কোনো নেতা করে সে নেতার জনপ্রিয়তা নাকি কমে যায়। এজন্যে নেতা ভয়ে বলে না। কেউ যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে, জনগণের বিরুদ্ধে কাজ করে, আমি যদি প্রতিবাদ করি তাহলে আমার বিরুদ্ধে চলে যাবে। এ জন্য নেতা চুপ থাকে প্রতিবাদ করে না। এ ধরনের নেতা যারা, তাদের স্থান অবশ্যই জাহান্নামে হবে। যতো নেক কাজই করুক না কেনো। তিনি বলেন, আমার কথা আপনাদের ভালো নাও লাগতে পারে। বিশ্বাস না হলে আপনি একজন আলেম বা শায়খুল হাদিস ব্যক্তির সাথে কথা বললে প্রমাণ পাবেন। আবার শতকরা ৮০ ভাগ লোক দলের আদর্শের চেয়ে ব্যক্তি অনুসারী। এক্ষেত্রে আমি যদি প্রতারক হই, তবে আমার পেছনে কেনো ঘুরেন এই প্রশ্ন জিজ্ঞাসা করলে বলবেন, আপনি দলের পদে রয়েছেন, আপনার পেছনেই থাকবো। যা সঠিক নয়। যারা প্রতারক রাজনীতিবিদদের পিছনে হাঁটেন, তারা কোরআন মানেন না। আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে চলতে হবে। কোরআনের আলোকে জীবন গড়তে হবে। তাতে কে কী বললো বা ভাবলো তা নিয়ে ভাববার সময় নেই। রাজনীতিবিদদের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। এখানে এসে ছোট ছোট শিশুদের মুখে কোরআনের সূরা শুনে খুবই ভালো লাগলো। আমাদেরকে এসব কোরআনের পাখিদের যত্ন করতে হবে। তাদের পেছনে থাকতে হবে, যাতে তারা ভবিষ্যতে আদর্শবান নাগরিক হয়ে এ দেশকে ভালো কিছু দিতে পারে।

মো. ইয়াছিন খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম নজু, মাসুদ আলম বেপারী, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মিয়াজী, সাধারণ সম্পাদক মোক্তার আহম্মদ খন্দকার, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নেয়ামত উল্লাহ খান, মাহমুদুল হক শিবু ও প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান বক্তব্য রাখেন। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও অনুদান তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়