প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ২১:০২
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
তারেক রহমানের ৩১ দফায় বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে : অ্যাড. কুহিনুর বেগম
রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কুহিনুর বেগমের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) দুপুরে চাঁদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৩১ দফা উত্থাপন করেছেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে শুরু করে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার কাছে পৌঁছে দেয়ার জন্যে ৩১ দফার লিফলেট বিতরণ করছি।
তিনি আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সার্বিক তত্ত্বাবধানে আমরা বিভিন্ন স্থানে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছি।
এ সময় ছাত্রদল নেতা ফয়েজসহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করছেন চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কুহিনুর বেগমসহ অন্যরা।