প্রকাশ : ১০ মে ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা শহরের শুদ্ধ সঙ্গীত চর্চার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সঙ্গীত নিকেতনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মে সোমবার সন্ধ্যায় সঙ্গীত নিকেতনের নিজস্ব ভবন চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ চন্দ্রকান্ত সাহা মিলনায়তনে প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, আমন্ত্রিত অতিথিবর্গ ও সঙ্গীত অনুরাগী সুধীজনের ব্যাপক উপস্থিতিতে কবিগুরুর স্মরণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। প্রতিষ্ঠানের শিল্পীদের পরিবেশিত রবীন্দ্রসংগীত, নৃত্য, গীতি-আলেখ্যসহ নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে। পিনপতন নীরবতায় উপস্থিত সকলে গভীর আগ্রহ নিয়ে উপভোগ করেন কবিগুরুর স্মরণে আয়োজিত অনুষ্ঠানসমূহ। উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সঙ্গীত নিকেতন কর্তৃপক্ষ।
কবিগুরুকে স্মরণ করতে গিয়ে বক্তারা বলেন, কবিগুরু বাংলার সাহিত্য ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন তার অসংখ্য লেখনীর মাধ্যমে। তিনি শুধু কবি বা লেখকই ছিলেন না, তিনি ছিলেন সমাজ সংস্কারক। তিনি দেশকে ভালোবেসেছেন হৃদয় দিয়ে, যা তার লেখনীর মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে অবলীলায়। তিনি লিখেছেন স্বার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, স্বার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। আবার আমাদের জাতীয় সঙ্গীতের পংক্তিগুলো অনুভব করলেও বুঝতে পারবো কবিগুরুর মাতৃভূমির প্রতি কি রকম ভালোবাসা ছিল। তিনি লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি, আমি তোমায় ভালোবাসি। তিনি তাঁর বিভিন্ন লেখার মধ্যে দিয়ে বাংলা সাহিত্যকে বিশ্বমাঝে পৌঁছে দিয়েছেন। তিনি তার লেখনির মধ্যে দিয়ে, যুগ যুগ চিরস্মরণীয় হয়ে থাকবেন আমাদের মাঝ, সমাজের মাঝে, সকলের মাঝে। আজকের এই দিনে আমরা তাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইলিয়াস মিয়া, সঙ্গীত নিকেতনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মদ, কবি ও গবেষক চাঁদপুর কণ্ঠের সহ-সম্পাদক মুহাম্মদ ফরিদ হাসান, লেখক অ্যাডঃ রফিকুজ্জামান রণি প্রমুখ।
বক্তব্য শেষে সঙ্গীত পরিবেশন করেন প্রতিষ্ঠানের শান্তি রক্ষিত, শংকর আচার্য, রিয়া চক্রবর্তী, পূরবী দে (সীমন্তি), রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন অতিথি শিল্পী জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ মতলব শাখার সাধারণ সম্পাদক দুলাল পোদ্দার। এছাড়া একক সংগীত পরিবেশন করেন পূজা পাল, রুদ্রনীল দাস, প্রাচী, অংকিতা পাল, নবনীতা রায় চৌধুরী, সুমেধা পোদ্দার, অবন্তি চক্রবর্তী, রুপাঞ্জনা সাহা, অহনা পাল ও তন্ময় দাস। প্রতিষ্ঠানের নৃত্য শিক্ষক আভা শংকর অপুর পরিচালনায় নৃত্য পরিবেশন করেন অপূর্ণ দত্ত রিচি, তন্মী কুন্ডু, কাব্য কণিকা ঘোষ। কবিতা আবৃত্তি করেন পুষ্পিতা ভট্টাচার্য ও কাব্য কণিকা ঘোষ। অনুষ্ঠানের সার্বিক দিক-নির্দেশনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত ও বীণা মজুমদার। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক বীণা মজুমদার, বিচিত্রা সাহা, রিয়া চক্রবর্তী ও ছাত্রী পূরবী দে সীমন্তি। যন্ত্র সংগীতে শান্তি রক্ষিত ও দ্বীপক চক্রবর্তী, মঞ্চ সজ্জায় ছিলেন অমল সেনগুপ্ত, বিমল দে, পলাশ সেনগুপ্ত ও পল্লব সেনগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবুল দে।