সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০১:৩০

খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা

আরও স্থিতিশীল খালেদা জিয়ার অবস্থা

মো. জাকির হোসেন
আরও স্থিতিশীল খালেদা জিয়ার অবস্থা
ছবি : সংগৃহীত

লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তার রুটিন স্বাস্থ্য পরীক্ষা প্রতিদিন চলছে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আগামীকাল (সোমবার, ১৩ জানুয়ারি) বিশেষ কিছু পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন,

খালেদা জিয়ার চিকিৎসা অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে লন্ডনের ‘দ্য ক্লিনিক’ হাসপাতালে চলছে। তিনি রোববার (১২ জানুয়ারি) তাকে দেখে গেছেন।

চিকিৎসার জন্য লন্ডন যাত্রা ও বর্তমান অবস্থা:

গত বুধবার (৮ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে পৌঁছান। সরাসরি তাকে দ্য ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা শেষে চিকিৎসা চলছে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

পরিবারের সদস্যদের সার্বক্ষণিক নজরদারি খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান এবং অন্যান্য পরিবারের সদস্যরা তার চিকিৎসায় সার্বক্ষণিক নজরদারি রাখছেন। তাদের উপস্থিতি ও সহযোগিতায় তিনি শারীরিকভাবে স্বাচ্ছন্দ্যবোধ করছেন এবং মানসিকভাবে শক্ত আছেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়