প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ২২:১৮
কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
কুমিল্লা সীমান্তে নতুন সংকট
কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি পুকুরের মধ্যে দেয়াল নির্মাণ শুরু করেছে। পুকুরটি দুই দেশের সীমানায় অবস্থিত; এর অর্ধেক বাংলাদেশে এবং অর্ধেক ভারতে। উভয় দেশের বাসিন্দারা এই পুকুরের পানি ব্যবহার করে থাকেন।
|আরো খবর
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ ঘটনার বিষয়ে সতর্ক রয়েছে এবং সীমান্তে নজরদারি বাড়িয়েছে। বিজিবি ও বিএসএফের মধ্যে এ নিয়ে আলোচনা চলছে। বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে যেকোনো অবকাঠামো নির্মাণের আগে দুই দেশের মধ্যে সমন্বয় ও আলোচনা প্রয়োজন।
এ ধরনের নির্মাণকাজ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা পুকুরের পানি ব্যবহারে বাধার সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করছেন। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখা জরুরি।
এদিকে, লালমনিরহাটের দহগ্রাম সীমান্তেও বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের প্রচেষ্টা বিজিবির বাধার মুখে বন্ধ হয়েছে। বিজিবির কড়া প্রতিবাদের ফলে বিএসএফ সেখানে নির্মাণকাজ স্থগিত রাখতে বাধ্য হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় এ ধরনের নির্মাণকাজ দুই দেশের মধ্যে সমন্বয় ও আলোচনার মাধ্যমে পরিচালনা করা উচিত, যাতে সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়।
ডিসিকে/এমজেডএইচ