প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ২০:১৪
টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
ফ্রি টিকিটে ফাঁসলেন টিউলিপ!
শেখ রেহানার কন্যা ও যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক সম্প্রতি একটি নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে তার এবং তার পরিবারে সদস্যদের অংশগ্রহণ নিয়ে অভিযোগ ওঠে। অভিযোগের মধ্যে ছিল, টিউলিপ এবং তার ভাই-বোনেরা ইংল্যান্ডের ওভাল ও লর্ডসের ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড এবং বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ দুটি দেখেছিলেন, তবে তারা ফ্রি টিকিট পেয়েছিলেন। প্রতিটি টিকিটের মূল্য ছিল প্রায় ৩৫৮.৮০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪,০০০ টাকার সমান।
|আরো খবর
সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়, এই ম্যাচগুলোতে টিউলিপ সিদ্দিকের সাথে ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। এর পরেই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সামাজিক ও নৈতিক স্খলনের অভিযোগ ওঠে। যদিও বাংলাদেশে এ ধরনের সৌজন্য টিকিট গ্রহণ নিয়ে কোনো আইন নেই, তবে যুক্তরাজ্যের আইন অনুযায়ী এ ধরনের ঘটনা নৈতিক ও সামাজিক সমস্যা সৃষ্টি করেছে বলে মনে করা হচ্ছে।
এছাড়া, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবি উঠেছে। দেশটির বিরোধী দল এবং বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনও এই অভিযোগের তদন্তের দাবি জানাচ্ছে।
কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেইডনক বলেন, "প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতির মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন, তবে তার নিজেরই দুর্নীতির অভিযোগ উঠেছে।"
এদিকে, টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "আমি কোনো ভুল করিনি এবং আমি তদন্তের জন্য প্রস্তুত আছি।"
তবে, এই বিতর্কের মধ্যে, বিশ্বকাপে ফ্রি টিকিট নিয়ে অভিযোগ এবং তার নৈতিকতা নিয়ে প্রশ্ন ওঠার কারণে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবি এখন নতুন রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত সঠিক কোনো তদন্ত রিপোর্ট প্রকাশিত না হলেও, এটা স্পষ্ট যে, যুক্তরাজ্য সংসদে টিউলিপ সিদ্দিকের ভূমিকা এবং তার দিকনির্দেশনা নিয়ে আলোচনা এখন আরও তীব্র হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ