প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ২১:১৩
মতলব উত্তরে মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং অভিযান শুরু
অনলাইন ডেস্ক
মতলব উত্তর উপজেলার এখলাসপুর এলাকায় মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং অভিযান শুরু হয়েছে। রোববার (১২ জানুয়ারি ২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বাংলাদেশ কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্টের সহায়তায় এই অপারেশন পরিচালনা করেন। অভিযান শেষে ২টি মশারি জাল ও ১টি বেহুন্দি জাল জব্দ করে পোড়ানো হয়। মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।