প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১৯:৪৬
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আক্তার মাঝির লিফলেট বিতরণ
রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝির নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) দুপুরে চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডে এই লিফলেট বিতরণ করা হয়।
|আরো খবর
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধ একটি দেশ। এ সময় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।