প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১১:১১
এলিফ্যান্ট রোডে সহিংসতা: দুই ব্যবসায়ী নেতাকে কুপিয়ে জখম
রাজধানীতে আতঙ্ক
রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে শুক্রবার (১০ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে দুই কম্পিউটার ব্যবসায়ী নেতা—এহতেসামুল হক (৪২) ও ওয়াহিদুল হাসান দীপু—দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
|আরো খবর
প্রকাশ্যে সংঘটিত এই হামলায় ১০-১২ জন মুখোশধারী অংশ নেয়, যারা এহতেসামুল হককে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এহতেসামুল হক মাটিতে পড়ে গেলেও হামলাকারীরা তাকে আঘাত করতে থাকে। ওয়াহিদুল হাসান দীপুও তাদের আক্রমণের শিকার হন। হামলার সময় সড়কে পথচারী এবং যানবাহন চলাচল করলেও কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেনি।
আহত এহতেসামুল হক বর্তমানে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন, তার অবস্থা আশঙ্কাজনক। ওয়াহিদুল হাসান দীপু প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এই ঘটনার প্রতিবাদে শনিবার (১১ জানুয়ারি) দুপুরে এলিফ্যান্ট রোডের কম্পিউটার ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা করছে। নিউমার্কেট থানার সহকারী কমিশনার তারিক লতিফ জানান, হামলায় ১০-১২ জন অংশ নিয়েছে এবং তাদের মধ্যে এক-দু’জনকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্তের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে, ব্যবসায়ীদের মধ্যে ধারণা রয়েছে যে, মার্কেটে আধিপত্য বিস্তার, দখল ও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এ হামলার ঘটনা ঘটেছে।
এই নৃশংস হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য তৎপর রয়েছে।
ডিসিকে/এমজেডএইচ