সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

সঙ্গীত নিকেতনে অধ্যাপক সৈয়দ আব্দুস সাত্তারের স্মরণ সভা ও সঙ্গীত সন্ধ্যা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সঙ্গীত নিকেতনের অন্যতম প্রতিষ্ঠাতা, বহুগুণে গুণান্বিত মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক সৈয়দ আব্দুস সাত্তারের স্মরণ সভা ও সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুদ্ধ সঙ্গীত চর্চার অন্যতম প্রতিষ্ঠান চাঁদপুর সঙ্গীত নিকেতনের আয়োজনে গত ২৩ ফেব্রুয়ারি কোড়ালিয়া রোডস্থ চন্দ্রকান্ত সাহা মিলনায়তনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক অজয় কুমার ভৌমিক। আমন্ত্রিত অতিথিবর্গ, সঙ্গীত শিল্পী, সঙ্গীত নিকেতনের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে এবং সংগঠনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্তের সভাপ্রধানে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান খান, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, বিশ্ব মৈত্রী সাংস্কৃতিক পরিষদ সভাপতি, কথা সাহিত্যিক ও সাংবাদিক প্রণব মজুমদার, চাঁদপুর শিল্পচূড়ার সভাপতি মাহবুবুর রহমান সেলিম, বিশিষ্ট লেখক পার্থ সারথী চক্রবর্তী, আব্দুস সাত্তারের কনিষ্ঠ কন্যা দীনা সাইয়েদ, জামাতা মামুনুর রশিদ প্রমুখ।

বক্তারা সৈয়দ আব্দুস সাত্তারকে স্মরণ করতে গিয়ে বলেন, তিনি ছিলেন বহু গুণে গুণাম্বিত একজন ভালো মানুষ, অতি সহজে মানুষকে আপন করে নেয়ার মত গুণাবলি ছিল তাঁর মাঝে। তাঁর জন্মস্থান চাঁদপুরে না হলেও চাঁদপুরকে তিনি অনেক আপন করে নিয়েছিলেন। সংস্কৃতি অঙ্গন থেকে শুরু করে সামাজিক সেবামূলক সকল কাজেই ছিলো তাঁর সমান বিচরণ। তিনি চাঁদপুরের সংস্কৃতি অঙ্গনকে সুসংগঠিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন। আর রাজনীতি করেছেন মানুষের অধিকার আদায়ের জন্য। তিনি ছিলেন বহু প্রতিভার অধিকারী। তাঁর শিক্ষকতাও ছিল গঠনমূলক। আমরা আজও এই মানুষটির অভাববোধ করি বিভিন্ন ক্ষেত্রে ও বিভিন্ন কাজে। সৈয়দ আব্দুস সাত্তারের স্মরণে সঙ্গীত নিকেতনের শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত সন্ধ্যায় বিরহের সুর বেজে উঠে। শিল্পীদের পরিবেশিত সঙ্গীতে উপস্থিত সকলেই বিমোহিত হন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন দুলাল পোদ্দার (মতলবের শোভা সঙ্গীতায়ন), শংকর আচার্য, ঐশী দাস, শান্তি রক্ষিত, তনয় দাস, রিতু পাল, দীনা সাইয়েদ, মামুনুর রশিদ, পূরবী দে সিমন্তি ও রিয়া চক্রবর্তী। কবিতা আবৃত্তি করেন নবনীতা রায় চৌধুরী, নৃত্য পরিবেশন করেন কাব্য কণিকা ঘোষ। অনুষ্ঠান সঞ্চলনা করেন বিমল দে। সঙ্গীত পরিচালনা করেন বিচিত্রা সাহা ও রিয়া চক্রবর্তী। যন্ত্র সঙ্গীতে ছিলেন দীপক চক্রবর্তী।

উল্লেখ্য, অধ্যাপক সৈয়দ আব্দুস সাত্তার ১৯২৮ সালের ২০ মে শেরপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ আব্দুল করিম ও মাতার নাম সৈয়দা মাহফুজা খাতুন। ২০০৩ সালের ৩ জুন তিনি সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়