প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ২১:৪৮
শাহরাস্তির দৈকামতা দ্বীনিয়া ছালেহীয়া কমপ্লেক্সের মাহফিল
শাহরাস্তির ঐতিহ্যবাহী দৈকামতা দারুসসুন্নাত দ্বীনিয়া ছালেহীয়া কমপ্লেক্সের দুদিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দ্বীনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবীবুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে ও মাওলানা ইব্রাহিম খলিলের সঞ্চালনায় রোববার প্রথমদিন ওয়াজ করেন নুনীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ নেছার আহম্মদ, প্রভাষক মাওলানা ওমর ফারুক, শাহরাস্তি চিশতিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ফয়েজ আহমেদ, দ্বীনিয়া কমপ্লেক্সের পরিচালক মাওলানা মো. ইব্রাহিম খলিল প্রমুখ। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন হাইমচর আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো. জিল্লুর রহমান ফারুকী। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেন অতিথিবৃন্দ। মরহুম আলী আশ্রাফ পাটোয়ারীর ১৬তম ইছালে সওয়াব ও সার্বিক বিষয় নিয়ে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ চাঁদপুর জেলার সভাপতি আলহাজ্ব মাওলানা মো. সাইফুদ্দিন খন্দকার। উপস্থিত ছিলেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. জাবায়েদ কবির বাহাদুর, আলহাজ্ব মাওলানা আবুল বাসার, মো. লিটন সর্দার, ব্যবসায়ী আবদুল মালেক, মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। রাত সাড়ে ১১টায় দোয়া মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
|আরো খবর