প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ২৩:৩৫
যুব সমাজের অবক্ষয়
শিশু, যুবক, বৃদ্ধ এ তিন বয়সের মধ্যে যুবক বয়স সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন যুবক ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে। হায়াত যেমনিভাবে আমাদের কাছে অত্যান্তিক গুরুত্ব তেমনিভাবে যুবক বয়সটাও আমাদের কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণ। ইসলামে যুবকের ভূমিকা : মানুষ প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার উপর ইসলামের বিভিন্ন বিধান গুলো আরোপ হয় না। ইসলামের কিছু বিধানগুলো কার্যকর হওয়ার জন্য বালেগ হওয়া শর্ত রয়েছে। ইসলামের অনেক ইবাদত রয়েছে যা শিশু বয়সে আরোপ বরং বৃদ্ধ বয়সেও সে সমস্ত ইবাদত ঠিকমত পালন করতে পারে না। এজন্য এবাদতসহ ধর্মীয় এবং সামাজিক সকল কাজই যুবক বয়সে ইচ্ছে করলেই করতে পারে। অনেক যুবকরা ইসলামের ইতিহাসে তাদের অমরকীর্তির জন্য স্থান করে নিয়েছে। আবার অনেক যুবকরা তাদের ভিন্ন চিন্তা কারণে ইসলাম থেকে দূরে সরে রয়েছে।
বর্তমান যুব সমাজ :
বর্তমান যুব সমাজ তাদের যৌবনকালকে ন্যায়নীতি আদর্শ ও সমাজ প্রতিষ্ঠা ও ধর্মীয় কাজে ব্যবহার না করে বরং অন্যায়, অপরাধ, অত্যাচার, জুলুম-নির্যাতনসহ নানাবিধ অপরাধমূলক কাজে জড়িয়ে রাখছে।
যুব সমাজের অবক্ষয়ের কারণ :
বর্তমান যুবসমাজের অবক্ষয়ের নানাবিধ দিক রয়েছে তন্মধ্যে নিম্নে কয়েকটি কারণ উল্লেখ করা হলো -
১.ধর্মীয় কারণ : ধর্মীয় নীতি-আদর্শ থেকে দূরে সরে যাওয়াই বর্তমান যুবসমাজের অবক্ষয় হচ্ছে।
২.পারিবারিক কারণ : পরিবারের মানুষের মধ্যে যদি নীতি নৈতিকতা সৎ আদর্শ না থাকে তাহলে এর প্রভাব মানুষের যুবক বয়সের উপর প্রভাব বিস্তার করে।
৩. রাজনৈতিক কারণ : রাজনৈতিক হস্তক্ষেপে রাজনৈতিক নেতারা যুবকদেরকে নানাবিধ অন্যায় ও অপরাধমূলক কাজে জড়িয়ে রাখে।
৪. সামাজিক কারণ: অনেক যুবকরা তাদের সমাজ থেকে ভালো কিছু পায়নি যার দরুন সে সমাজ থেকেই নানাবিধ অপরাধমূলক কাজে জড়িয়ে পড়তে থাকে যার ফলশ্রুতিতে সমাজ বিপন্ন হয়ে পড়ে।
৫. মোবাইল : মোবাইল ফোন থেকে শুরু করে স্মার্ট ফোন। যুবকদের অবক্ষয়ের অন্যতম একটি কারণ। তবে মোবাইল বা স্মার্টফোনের অপব্যবহারই যুবকদের অবক্ষয়ের কারণ হয়ে পড়ে।
৬. ইন্টারনেট: ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে যুবকরা দিন দিন অন্যায়মূলক কাজে জড়িয়ে পড়ে ইন্টারনেটের অনৈতিক বিষয়গুলো তাদের নজরে আশায় তারাও চুরি রাহাজানি ছিনতাই যিনা, ব্যাভিচারে জড়িয়ে পড়ে।
৭. সঙ্গদোষ : একটি প্রবাদ আছে-‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’। অনেক যুবকরাই সঙ্গ দোষের কারণে নষ্ট হচ্ছে। সঙ্গ দোষের কারণে চুরি, চিন্তাই, হত্যা, লুটতরাজ, রাহাজানিতে লিপ্ত হচ্ছে।
যুব সমাজের অবক্ষয়ের প্রতিকার :
১.পিতা-মাতা আদর্শবান হওয়া : পিতা-মাতা যদি আদর্শবান হয় তাহলে যুবকরা ও আদর্শবান হবে। সন্তান পিতা-মাতার আদর্শে বড় হয়।
২. আদর্শবান পরিবার : পরিবারের সদস্য যদি আদর্শবান হয় তাহলে সন্তানরাও আদর্শবান হিসেবে গড়ে ওঠে। অনেক ক্ষেত্রে, পরিবার অসৎ থাকার কারণে সন্তান অন্যায় কাজে পা বাড়ায়। এজন্য আদর্শবান সন্তান বা আদর্শবান যুবক পেতে হলে আদর্শবান পরিবার প্রয়োজন।
৩. সু-শিক্ষা : পিতা মাতা ও পরিবারের সাথে সাথে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তবেই সুশিক্ষার কারণে সন্তান আস্তে আস্তে আদর্শবান মানুষে পরিণত হবে।
৪. নেককারদের সোহবত : নেককার লোকের সহবতের মাধ্যমে মানুষ ভালো হয় এবং নেককার লোকদের সাথে থাকার মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ সাধিত হয়।
৫.আদর্শবান বন্ধু নির্বাচন: আদর্শবান বন্ধু ছাড়া মানুষ বিপথগামী হয়। এজন্য আদর্শবান বন্ধুর মাধ্যমে আদর্শ যুবক হওয়া সম্ভব।
৬. স্মার্ট ফোনের অপব্যাবহার রোধ : স্মার্টফোনের অপব্যবহারের মাধ্যমে মানুষ নানাবিধ অন্যায় অপরাধ কাজে ও গুনার কাজে জড়িয়ে পড়ে। এজন্য স্মার্টফোনের সঠিক ব্যবহারের মাধ্যমেই বিপথগামীতা থেকে যুবকরা রক্ষা পাবে।
৭. ইন্টারনেটের অবাধ ব্যবহার রোধ : ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে মানুষ গুনার মধ্যে জড়িয়ে পড়ে এজন্য ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে আদর্শবান যুবক হওয়া যায়।
৮. নামাজ পড়া : নামাজ মানুষকে যাবতীয় গুনাহ থেকে দূরে রাখে এজন্য আদর্শবান যুবক হতে হলে নামাজি দ্বীনদার পরহেজগার মুত্তাকী হতে হবে।
৯.কুরআন তেলাওয়াত করা: কুরআন তেলাওয়াত, জিকিরের মাধ্যমে মানুষের ঈমানী শক্তি বৃদ্ধি পায়।যুব সমাজ কি করতে পারে : যুবসমাজ তারা তাদের সর্বোচ্চ দিয়ে দেশ সমাজ ব্যাক্তি পরিবার ধর্মীয় দিক থেকে অগ্রগামী হতে পারে।
ইসলামে যুবকদের ব্যাপারে কি বলে :
ইসলামে যুবকদের অগ্রাধিকার রয়েছে। যৌবনের তাড়নায় মানুষ যাতে বিপথগামী না হয়ে পড়ে। যৌবনের আমল ইবাদত আল্লাহ তায়ালা পছন্দ করেন। রাসূলুল্লাহ (সাঃ) উপদেশ দিতে গিয়ে বলেন-পাঁচটি বস্তুকে পাঁচটি বস্তুর পূর্বে গুরুত্ব দিবে এবং মূল্যবান মনে করবে। (১) বার্ধক্যের পূর্বে যৌবনকে (২) অসুস্থতার পূর্বে সুস্থতাকে (৩) দরিদ্যতার পূর্বে সচ্ছলতাকে (৪) ব্যস্ততার পূর্বে অবসরকে এবং (৫) মৃত্যুর পূর্বে জীবনকে’।
তিরমিযী, মিশকাত হা/৫১৭৪; ছহীহ আত-তারগীব ওয়াত তারহীব হা/৩৩৫৫; ছহীহুল জামে‘ হা/১০৭৭। ইবনু মাসঊদ (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, নবী করীম (সাঃ) বলেছেন, ‘ক্বিয়ামতের দিন আদম সন্তানের পা তার প্রভুর সম্মুখ থেকে একটুকুও নড়াতে পারবে না, যতক্ষণ না তাকে পাঁচটি প্রশ্ন করা হবে। (১) সে তার জীবনকাল কি কাজে শেষ করেছে, (২) তার যৌবনকাল কোন কাজে নিয়োজিত রেখেছিল, (৩) তার সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছে, (৪) কোন কাজে তা ব্যয় করেছে এবং (৫) যে জ্ঞান সে অর্জন করেছে, তার উপর কতটা আমল করেছে’।
তিরমিযী হা/২৪১৬, ‘ক্বিয়ামত’ অধ্যায়।
আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, ‘সাত শ্রেণীর লোককে আল্লাহ তাঁর ছায়া দিবেন; যেদিন তাঁর ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না। (১) ন্যায়পরায়ণ শাসক, (২) সেই যুবক, যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, (৩) সে ব্যক্তি, যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, (৪) এমন দুই ব্যক্তি, যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে ভালবাসে। আল্লাহর ওয়াস্তে উভয়ে মিলিত হয় এবং তাঁর জন্যই পৃথক হয়ে যায়, (৫) এমন ব্যক্তি, যাকে কোন সমভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে, আমি আল্লাহকে ভয় করি এবং (৬) ঐ ব্যক্তি, যে গোপনে দান করে। এমনকি তার বাম হাত জানতে পারে না, তার ডান হাত কি দান করে। (৭) এমন ব্যক্তি, যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তার দুই চক্ষু অশ্রু বিসর্জন দিতে থাকে’।
বুখারী, হা/১৪২৩, ৬৩০৮; মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৭০১।আদর্শ যুবক : আদর্শ যুবক হতে হলে ইসলামের আদর্শ যুবকদের জীবনী পড়ে নিজের জীবনে প্রয়োগের চেষ্টা করতে হবে। তন্মধ্যে ওমর (রাঃ)-এর জীবন আদর্শ, বিপথগামীদের সঠিক পথের দিশা দেয়। আসহাবে কাহাফের যুবকদের ঘটনার দ্বারা, যুবকরা হকের উপর অটল থাকার শিক্ষা দেয়। নবী ইউসুফ (আঃ)-এর জীবন আদর্শ, চরিত্রবান যুবক হওয়ার শিক্ষা দেয়া। নবী ইসমাঈল (আঃ)-এর জীবন আদর্শের মাধ্যমে, অনুগত যুবকদের ধৈর্যশীল ও অনুগতশীল করে তোলে।
লেখক :
খতিব, বিষ্ণুপুর মনোহরখাদী মদিন বাজার বাইতুল আমিন জামে মসজিদ।
চাঁদপুর সদর, চাঁদপুর।