প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০০:২০
পুরাণবাজার রয়েজ রোড ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির আত্মপ্রকাশ
চাঁদপুর শহরের পুরাণবাজার রয়েজ রোডস্থ ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি অরাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বুধবার (১ জানুয়ারি ২০২৫) সমিতির আত্মপ্রকাশ ও কমিটি গঠনকল্পে সন্ধ্যায় স্থানীয় মধুসূদন উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে আগামী ২ বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী শাজাহান কবির খোকা। সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু হানিফ ফয়সাল পাটোয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি শুক্কুর গাজী, সহ-সভাপতি মো. আরিফ হোসেন নাদিম, মো. সুমন বেপারী, সহ-সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র পাল, সাংগঠনিক সম্পাদক মো. বাদশা কারিগর, কোষাধ্যক্ষ ইব্রাহিম বকাউল, হিসাব রক্ষক মধুসূদন ভৌমিক, প্রচার ও দপ্তর সম্পাদক মো. নাসির হোসেন গাজী, সদস্য আলহাজ্ব লোকমান, আবুল কালাম আজাদ, সঞ্জয় পাল, পাপন পাল, সেন্টু খান, আহসান হাবিব দিনার, বিমল সূত্রধর। উপদেষ্টা পরিষদ : প্রধান উপদেষ্টা শাহজাহান কবির খোকা, উপদেষ্টা মো. মাইনুল ইসলাম কিশোর, মাহবুবুর রহমান মানিক, হাজী দুলাল খান ও আব্দুল্লাহ আল মামুন।