প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ২৩:২৬
এইদিনে
২০০১ সালের এইদিনে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি কর্তৃক বিচারপতি এএফএম মেজবাহ উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়।
২০০৩ সালের এইদিনে দৈনিক চাঁদপুর কণ্ঠের উদ্যোগে চাঁদপুর শহরের পুরাণবাজারে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
২০০৭ সালের এইদিনে চাঁদপুর প্রেসক্লাবের ২০০৭-২০০৯ মেয়াদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।
২০১০ সালের এইদিনে মতলব শহরের পূর্ব কলাদীর আক্কাছ মেম্বারের বাড়ির ভাড়াটিয়া প্রবাসী বাবুল মিয়ার মেয়ে স্মৃতি (৩) সীমানা প্রাচীরের নিচে চাপা পড়ে মারা যায়।
২০১২ সালের এইদিনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রয়াত আব্দুর রাজ্জাক এমপি ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক প্রয়াত উইং কমান্ডার (অবঃ) হামিদুল্লাহ খানের স্মরণ সভা চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে অনুষ্ঠিত হয়।
২০১৭ সালের এইদিনে বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারি মামলার আত্মগোপনকারী আসামী সোনালী ব্যাংকের এজিএম (সহকারী জেনারেল ম্যানেজার) মোঃ কামরুল ইসলাম খানকে মতলব দক্ষিণ উপজেলার ঘোড়াধারী গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।
২০২১ সালের এইদিনে চাঁদপুরে ২০তম জেলা প্রশাসক হিসেবে অঞ্জনা খান মজলিশ দায়িত্বভার গ্রহণ করেন।
২০২২ সালের এইদিনে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন যমুনা রোডের টিলাবাড়ি নামক স্থান দিয়ে শহর রক্ষা বাঁধে ভাঙ্গন পরিধি বৃদ্ধি পায়।