চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন বিক্রি
অসাধু ব্যবসায়ীরা সরব, প্রশাসনও হার্ডলাইনে
গতকাল বাবুরহাটে ২১৯৫ কেজি পলিথিন জব্দ
সারাদেশে পলিথিন নিষিদ্ধ করা হলেও এর বিক্রি ও ব্যবহার কমেনি। চাঁদপুরেও পলিথিন বিক্রিতে অসাধু ব্যবসায়ীরা সরব রয়েছেন। খোলা বাজারেও বিক্রি হচ্ছে পলিথিন। এদিকে পলিথিন বিক্রি বন্ধে প্রশাসনও হার্ডলাইনে রয়েছে। প্রায়ই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পলিথিন জব্দ ও ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে।
গতকালও চাঁদপুর শহরের বাবুরহাটে জেলা পরিবেশ অধিদপ্তর ও কোস্ট গার্ডের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় বশির পাটোয়ারী স্টোরের গোডাউন থেকে প্রায় এক হাজার দুইশ’ পঁয়তাল্লিশ কেজি এবং ফকরউদ্দীনের গোডাউন থেকে প্রায় নয়শ’ পঞ্চাশ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় দুই গোডাউনের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এছাড়া পরিবেশ অধিদপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর কোস্ট গার্ড সদস্যরা সহযোগিতা করে।