বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১১:১৩

মানুষের মৃত্যুর দিনক্ষণ সত্যিই কি জানাতে পারে এআই?

তথ্যপ্রযুক্তি কণ্ঠ ডেস্ক
মানুষের মৃত্যুর দিনক্ষণ সত্যিই কি জানাতে পারে এআই?

সব কাজেই এআই আপনাকে সাহায্য করতে পারবে। সে হোক রান্নার রেসিপি কিংবা চাকরির সিভি, সবই লিখে দিতে পারবে এআই। এআই ইন্টেলিজেন্সি রোবট দিয়ে এখন কত কিছুই না করা হচ্ছে। নিউজ প্রেজেন্টার থেকে শুরু করে স্কুলে পড়ানো, অফিসের কাজ সবই।

এক কথায় এআই মানুষের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। এখন মানুষের মৃত্যুর দিনক্ষণও বলে দিচ্ছে এআই। এআই-এর সাহায্যে তৈরি হয়েছে এমন একটি অ্যাপ, যা সহজেই বলে দিতে পারবে মৃত্যুর সময়। এই বছরের জুলাইতে সামনে এসেছে এই অ্যাপ। আর এর মধ্যেই শুরু হয়েছে তুমুল আলোচনা। সত্যিই কি এটা সম্ভব?

আদতে এটা নির্দিষ্ট করে বলা কারো পক্ষেই সম্ভব নয়। চিকিৎসকরা অনেক সময় রোগীর অবস্থা দেখে বলেন, তবে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে বলবে মৃত্যুর সময়। মূলত বয়স, উচ্চতা, ওজন, প্রতিদিন নেওয়া ক্যালোরির মাপ, শারীরিক পরিশ্রম এবং আরও একাধিক বিষয় মাথায় রেখেই এই হিসাব নিকাশ করে অ্যাপটি। অ্যাপটির ডেভেলপার ব্রেন্ট ফ্যানসন জানিয়েছেন, ১২০০ টি লাইফ এক্সপেনটেস্টি সমীক্ষার তথ্য দিয়ে এই এআই টুলকে প্রশিক্ষণ দেওয়ানো হয়েছে। বিনামূল্যে ব্যবহার করা যায় এই অ্যাপ, তবে সাবস্ক্রিপশন জরুরি। এরই মধ্যে ১ লাখ ২৫ হাজার বার ডাউনলোড হয়েছে অ্যাপটি।

অ্যাপে লেখা রয়েছে, যে কোনো ব্যক্তির মৃত্যুর একটি সম্ভাব্য সময় বলে দিতে পারবে এই অ্যাপ। একজন ব্যক্তি কোথায় থাকেন, ধূমপান করেন কি না, জীবনযাপনের ধরণ এবং বিএমআই-সব তথ্য দিলে বলে দেওয়া যাবে কতদিন বাঁচতে পারেন ওই ব্যক্তি।

একাধিক সমীক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের উপর ভিত্তি করে এই অ্যাপের তথ্যভাণ্ডার তৈরি করা হয়েছে। এখান থেকে ইঙ্গিত পাওয়া মাত্র নিজেকে শুধরে নিতে পারবেন যে কেউ। একাধিক পরামর্শও দিয়ে থাকে এই অ্যাপ। যেমন-ওজন নিয়ন্ত্রণ রাখা, প্রতিদিন নিয়ম করে শারীরিক পরিশ্রম, ধূমপান বন্ধ করা, পরিমিত খাওয়া, মদ্যপান যতটা সম্ভব কমিয়ে ফেলা বা বন্ধ করে দেওয়া, পর্যাপ্ত ঘুমানো, নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর শারীরিক পরীক্ষা করানো, স্বাস্থ্য ঠিক রাখতে দুশ্চিন্তা না করা ইত্যাদি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়