শনিবার, ১৭ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৭ মে ২০২৫, ০৯:২৭

মুহাম্মদ কাউছার আলম রবির কবিতা

অনলাইন ডেস্ক
মুহাম্মদ কাউছার আলম রবির কবিতা

মুহাম্মদ কাউছার আলম রবি

আল কাউসার স্কুল

উৎসর্গ : প্রতিষ্ঠাকাল থেকে যে সকল শিক্ষকগণ অক্লান্তভাবে পরিশ্রম করে যাচ্ছেন

ছোটবেলার মধুর স্কুল পড়তাম আপন মনে,

আল কাউসার স্কুল নামটি যেন মনে আমার টানে,

শিক্ষকরা পাঠের প্রতি বড়ই মনোযোগী ছিল,

যার কারণেই আল কাউসার স্কুল জনপ্রিয় হয়ে গেলো।

চারদিকে তার সবুজে ঘেরা,

সামনে সুন্দর একটি মাঠ,

মাঠের মধ্যে খেলাধুলা হইতো জমজমাট।

দূর দূরান্ত থেকে পড়তে আসতো কত ছাত্র-ছাত্রী,

ভালো ফলাফল তারা করতো ছিলনা কোন ভ্রান্তি,

স্কুলটি প্রতিষ্ঠা করেন মাস্টার নূরুল ইসলাম,

সমাধি আছে তাহার উচ্চগাঁয়ে,

নিশ্চয়ই শান্তিতে আছেন তিনি পরপারে।

স্কুলটি দাঁড়িয়ে আছে আদর্শময় স্থানে,

উন্নয়নের ছোঁয়া লেগেছে স্কুলটির প্রাণে,

স্কুলটি সগৌরবে যেন থাকে,

তাহার আপন আদর্শ ও মানে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়