বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৯:০৫

স্টেগনোগ্রাফির ফাঁদ! এক ক্লিকেই হারাতে পারেন সর্বস্ব

তথ্য-প্রযুক্তিকণ্ঠ ডেস্ক
স্টেগনোগ্রাফির ফাঁদ! এক ক্লিকেই হারাতে পারেন সর্বস্ব

হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে সুন্দরী এক নারীর ছবি আসছে। সঙ্গে লেখা—“এনাকে চেনেন?” কৌতূহলী হয়ে ছবিটিতে ক্লিক করলেই ঘটে যেতে পারে অঘটন। কারণ এই ছবির মধ্যেই লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর ম্যালওয়্যার, যা আপনার ফোনের যাবতীয় তথ্য হ্যাক করে নিতে সক্ষম।

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি একটি ধূর্ত সাইবার হামলা, যার পেছনে রয়েছে ‘স্টেগনোগ্রাফি এলএসবি (খবধংঃ ঝরমহরভরপধহঃ ইরঃ)’ নামক প্রযুক্তি। ‘স্টেগনোগ্রাফি’ শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে, যার অর্থ ‘গোপন লেখা’। আধুনিক সময়ে এই পদ্ধতি হ্যাকারদের অন্যতম অস্ত্র হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, ছবি বা জিফ ফাইলের মধ্যে এমনভাবে গোপন কোড ঢুকিয়ে দেওয়া হয়, যা সাধারণ অ্যান্টিভাইরাসে ধরা পড়ে না। ২০১৭ সাল থেকে এই কৌশলের মাধ্যমে ডযধঃংঅঢ়ঢ়-এ ম্যালওয়্যার ছড়ানোর নজির রয়েছে। ছবি ডাউনলোড করামাত্র, কোডটি ফোনে সক্রিয় হয়ে যায় এবং ব্যবহারকারীর অজান্তেই ফোনের ব্যাকগ্রাউন্ডে ডেটা সংগ্রহ করতে শুরু করে।

একটি ছবির মধ্যে সাধারণত লাল, সবুজ ও নীল এই তিন রঙের জন্যে তিন বাইট ডেটা ব্যবহার হয়। হ্যাকাররা এই রঙের একেবারে শেষের বিট বা ‘খবধংঃ ঝরমহরভরপধহঃ ইরঃ’-এর মধ্যেই লুকিয়ে রাখে বিপজ্জনক কোড। কোনো কোনো ক্ষেত্রে ‘আলফা চ্যানেলে’ও এই কোড লুকানো থাকে।

এ বিষয়ে সাইবার বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন—

অপরিচিত নম্বর থেকে আসা ছবি, ফাইল বা ভয়েস মেসেজে ক্লিক করবেন না।

WhatsApp-Gi Silent Unknown Callers’ অপশনটি চালু করে রাখুন।

ফোনের অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি সফটওয়্যার আপডেট রাখুন।

ছজ কোড স্ক্যান করার সময় সতর্ক থাকুন।

ঙঞচ বা ব্যক্তিগত তথ্য কোনও অবস্থাতেই শেয়ার করবেন না।

তারা আরও জানান, মেশিন লার্নিং ও এআই-এর সাহায্যে এমন হামলা ঠেকানোর নতুন প্রযুক্তি তৈরির কাজ চলছে। তবে, যত উন্নত প্রযুক্তিই আসুক, ব্যবহারকারীর ব্যক্তিগত সচেতনতাই প্রথম এবং প্রধান প্রতিরক্ষা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়