মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৪:০১

"Unite for Good": সংঘাত নয়, ঐক্যের বার্তা

১ জুলাই: পরিবর্তনের দিনে মানবতার জয়গান

রোটারির নতুন যুগে বাংলাদেশের ভূমিকা: ড. আরেজ্জোর স্বপ্ন ও বাস্তবতা সেবামূলক কার্যে রোটারির তিন দশক: ড. আরেজ্জোর নেতৃত্বে নতুন পথচলা

মো. জাকির হোসেন
১ জুলাই: পরিবর্তনের দিনে মানবতার জয়গান
ছবি : সংগৃহীত

২০২৫–২৬ বর্ষের জন্য রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইতালির রাগুসা রোটারি ক্লাবের সদস্য, বিশিষ্ট অর্থোডন্টিস্ট ড. ফ্রান্সেস্কো আরেজ্জো। তিনি আগামী ১ জুলাই ২০২৫ থেকে রোটারির সর্বোচ্চ নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করবেন। তাঁর নেতৃত্বে “Unite for Good” বা বাংলায় “কল্যাণের পথে মিলি একসাথে” বার্তা বিশ্বব্যাপী রোটারির সেবামূলক কার্যক্রমকে নতুন মাত্রা দিতে যাচ্ছে।

ড. ফ্রান্সেস্কো আরেজ্জোর পেশাগত ও সামাজিক পরিচিতি

ড. আরেজ্জো দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে প্রাইভেট অর্থোডন্টিক প্র্যাকটিসে নিযুক্ত। তিনি ইতালীয়, ইউরোপীয় ও আমেরিকান অর্থোডন্টিক অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য হিসেবে চিকিৎসা ক্ষেত্রে দক্ষতা ও সম্মান অর্জন করেছেন।

চিকিৎসা পেশার বাইরে তিনি সমাজসেবায়ও অবদান রেখেছেন, রাগুসা প্রদেশের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইটালিয়ান ডেন্টিস্টস-এর ভাইস প্রেসিডেন্ট এবং ন্যাশনাল ট্রাস্ট ফর ইটালি-র রাগুসা প্রতিনিধি দলের প্রতিষ্ঠাতা ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি Sovereign Order of Malta থেকে Knight of Honor and Devotion in Obedience উপাধিতে ভূষিত হয়েছেন।

রোটারি ইন্টারন্যাশনালের সঙ্গে দীর্ঘ সেবাযাত্রা

ড. আরেজ্জোর রোটারির সঙ্গে সম্পর্ক তিন দশকেরও বেশি দীর্ঘ। তিনি রোটারি বোর্ড অফ ডিরেক্টরসের সদস্য, Joint Strategic Planning Committee-এর ভাইস চেয়ারম্যান, লার্নিং ফ্যাসিলিটেটর এবং প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

তিনি রোটারি ফাউন্ডেশনের একজন বেনিফ্যাক্টরও।

এই অভিজ্ঞতা তাঁকে রোটারি ইন্টারন্যাশনালের সর্বোচ্চ পদে পৌঁছে দিয়েছে। বিশ্বব্যাপী ৩৫,০০০+ ক্লাব এবং প্রায় ১৩ লক্ষ সদস্যের নেতৃত্ব দেবে তাঁর দৃষ্টিভঙ্গি ও থিম।

“Unite for Good”: আধুনিক বিশ্বে রোটারির ঐক্যের বার্তা

“Unite for Good” আধুনিক সমাজের বৈষম্য, বিভাজন ও সংঘাত মোকাবিলায় এক দৃঢ় বার্তা। জাতি, ধর্ম, পেশা নির্বিশেষে মানবতার পক্ষে সবাইকে একত্রিত করাই এই থিমের উদ্দেশ্য।

এই থিমের আওতায় তিনটি স্তম্ভে জোর দেওয়া হয়েছে—

১. কমিউনিটির মধ্যে সেতুবন্ধন, ২. অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব, ৩. প্রযুক্তিনির্ভর মানবিকতা।

বাংলাদেশে রোটারির প্রভাব এবং সম্ভাবনা

ঢাকা, চট্টগ্রামসহ শতাধিক রোটারি ক্লাব শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ, নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন খাতে অবদান রাখছে।

করোনাকালীন সময়ে জরুরি সহায়তা ও টিকা কার্যক্রমে রোটারির ভূমিকা ছিল নজিরবিহীন।

বাংলাদেশের ক্লাবগুলো বর্তমানে ড. আরেজ্জোর “Unite for Good” থিম অনুযায়ী নিজেদের কার্যক্রম পুনর্গঠন করছে।

১ জুলাই: রোটারির আন্তর্জাতিক নেতৃত্ব পালাবদলের দিন

প্রতি বছর ১ জুলাই ‘Rotary New Year’ হিসেবে পালিত হয়। এদিন বিশ্বজুড়ে রোটারির নেতৃত্বে রদবদল হয়। বাংলাদেশে D-৬৪ ও D-৬৫ জেলার শতাধিক ক্লাবে নতুন প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার দায়িত্ব নেন।

এই দিনটিকে ঘিরে স্বাস্থ্য ক্যাম্প, বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ বিতরণ, রক্তদান সহ বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বাংলাদেশে ২০২৫–২৬ বর্ষের প্রথম আয়োজন

১ জুলাই ২০২৫ চাঁদপুর রোটারি ক্লাব সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় ও শিশু পরিবারে স্বাস্থ্য ক্যাম্প, ঔষধ বিতরণ,

বৃক্ষ রোপণ, শিশুদের জন্য প্রেরণামূলক বক্তব্য ও উপহার প্রদান করবে।

প্রধান অতিথি: জেলা প্রশাসক
বিশেষ অতিথি: পুলিশ সুপার
মোটিভেশনাল বক্তা: উপজেলা নির্বাহী কর্মকর্তা

সভাপতিত্ব করবেন: মোঃ মোস্তফা (ফুল মিঞা), পিএইচএফ

উপসংহার

ড. ফ্রান্সেস্কো আরেজ্জোর নেতৃত্বে রোটারি ইন্টারন্যাশনাল যে বার্তা দিচ্ছে তা হলো — “মানবতার জন্য একসাথে কাজ করো”

এই মূল্যবোধকে ধারণ করে বাংলাদেশের রোটারিয়ানরাও নতুন বছরের যাত্রা শুরু করছেন।

রোটারির প্রতিটি সদস্য যেন এই ঐক্য, সংহতি ও সেবার মন্ত্র নিয়ে সামনে এগিয়ে যান — এটাই সময়ের দাবি।

লেখক :অধ্যাপক মো. জাকির হোসেন,পাস্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নর,পাস্ট ডেপুটি গভর্নর, ডেপুটি কোঅর্ডিনেটর, রিপসা টিম (২০২৫-২৬)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়