প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১০:৩৭
শ্রীশ্রী মনসাদেবীর পূজা রোববারে
আগামী রোববার (১৭ আগস্ট ২০২৫) সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় অনুষ্ঠিত হবে শ্রী শ্রী মনসাদেবী ও অষ্টনাগ পূজা। মনসা দেবী সর্পের দেবতা। শ্রাবণ মাসের শেষ দিনে এ পূজা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এ উপলক্ষে কুমিল্লার হোমনা বাজার শ্রী শ্রী মা মনসা দশহরা কমিটির উদ্যোগে শ্রী শ্রী মনসাদেবী পূজার্চনা ও প্রসাদ বিতরণ শেষে পরদিন সোমবার ঐতিহ্যবাহী দশমী উৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে : প্রথমদিন ঘট স্থাপন, মায়ের পূজা, মনসামঙ্গল গান ও প্রসাদ বিতরণ এবং পরদিন ঐতিহ্যবাহী দশমী উৎসব।
জানা যায়, মনসা পূজা মূলত সাপের দেবী মনসাকে উৎসর্গীকৃত একটি হিন্দু উৎসব। এই পূজা সাধারণত সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে এবং উর্বরতা ও সমৃদ্ধি কামনায় করা হয়। বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে, তাই মনসা দেবীর পূজা করা হয় সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্যে। মনসা পূজা করলে পরিবারে সুখ-শান্তি বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। তাছাড়া মনসা দেবী রোগ নিরাময়েরও দেবী হিসেবে পূজিত হন। মনসা দেবীর পূজা করার মাধ্যমে ভক্তরা তাদের ভক্তি ও বিশ্বাস প্রকাশ করে এবং দেবীর কাছে তাদের মনোবাসনা পূরণের জন্যে প্রার্থনা করে।