প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০১:৫৯
নতুন সদস্য ও ক্লাব গঠনে রোটারি ফাউন্ডেশনের অবদান অপরিসীম — ট্রাস্টি চেয়ারম্যান হোলগার কনাকের বার্তা
রোটারি ফাউন্ডেশন শুধু অর্থের উৎস নয়, এটি সম্ভাবনার এক অফুরন্ত দিগন্ত

রোটারিতে যোগদানের সময় অধিকাংশ সদস্যই রোটারি ফাউন্ডেশন সম্পর্কে তেমন কিছু জানেন না। আগস্ট মাস, যা ‘সদস্যতা মাস’ হিসেবে পালিত হয়, এই উপলক্ষে ট্রাস্টি চেয়ারম্যান হোলগার কনাক রোটারি সদস্যতা ও ফাউন্ডেশনের পারস্পরিক সম্পর্ক নিয়ে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন।
“রোটারিতে যাঁরা যুক্ত হন, তাঁরা তাঁদের সমাজের কল্যাণে কাজ করতে আগ্রহী। তাঁরা বাস্তব পরিবর্তন আনতে চান, আর সে সুযোগ করে দেয় রোটারি ফাউন্ডেশন।”
বর্তমানে ‘কারণভিত্তিক ক্লাব’ (Cause-based Club) গুলো নতুন সদস্যদের জন্য যেমন অনুপ্রেরণার জায়গা তৈরি করছে, তেমনি রোটারি ফাউন্ডেশনেও আনছে নতুন গতি ও প্রাণ। এ প্রসঙ্গে ক্যালিফোর্নিয়াভিত্তিক “রোটারি ক্লাব অফ মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলনেস, ডিস্ট্রিক্ট ৫২৮০”-এর সভাপতি মারিসল চিয়ানেল্লো তাঁর অভিজ্ঞতা তুলে ধরেছেন।
“একজন এনজিও আইনজীবী হিসেবে আমি ভাবতাম, রোটারির জন্য আমার সময় নেই। কিন্তু যখন শুনি একটি নতুন মানসিক স্বাস্থ্যভিত্তিক ই-ক্লাব গঠিত হচ্ছে, তখন আমি অংশগ্রহণ না করে পারিনি।” — বলেন মারিসল।
মাত্র তিন বছরে তাঁদের ক্লাব দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা এ পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য হাজার হাজার ডলারের বৃত্তি প্রদান করেছে — এমনকি এ বছর উগান্ডার একজন শিক্ষার্থীও সেই সুবিধা পেয়েছেন।
সম্প্রতি ক্লাবটি একটি গ্লোবাল গ্রান্ট পেয়েছে, যার মাধ্যমে ২০২৩ সালের দক্ষিণ-পূর্ব তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য সরাসরি ও ডিজিটাল মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদান করা হবে।
“আমাদের কাজ যুক্তরাষ্ট্রজুড়ে নতুন সদস্য আকৃষ্ট করেছে — বিশেষ করে নারী ও তরুণদের, যাঁরা হয়তো অন্যথায় রোটারিতে যোগ দিতেন না। কারণভিত্তিক ক্লাবগুলো এমন মানুষদের জন্য একটি অর্থবহ প্ল্যাটফর্ম, যারা একটি নির্দিষ্ট বিষয়ে কাজ করতে চান। আর এর পেছনে আছে রোটারির বৈশ্বিক শক্তি ও ফাউন্ডেশনের সমর্থন।”
হোলগার কনাক বলেন, “আমি ভাবি, কতজন নতুন সদস্য প্রথমেই জানতেন, রোটারি ফাউন্ডেশনের এতসব সুযোগ-সুবিধা আছে? আর কতগুলো প্রচলিত ক্লাব এই ধরনের কারণভিত্তিক ক্লাবগুলোর সঙ্গে মিলে গ্রান্ট প্রকল্পে কাজ করতে পারে?”
“রোটারি ফাউন্ডেশন কেবল একটি অর্থের উৎস নয়, এটি রোটারির অন্তর্নিহিত পরিচয়েরই এক জীবন্ত প্রতিফলন। এটি সদস্যতার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করে, ক্লাব বিকাশে সহায়তা করে এবং আমাদের সেবার প্রভাব বাড়িয়ে তোলে।”
নতুন রোটারি ও রোটার্যাক্ট ক্লাব গঠন এবং নতুন সদস্যদের স্বাগত জানানোর সময়, রোটারি ফাউন্ডেশনকে সামনে রাখার আহ্বান জানিয়েছেন হোলগার কনাক।
-- হোলগার কনাক
টিআরএফ ট্রাস্টি চেয়ার
প্রতিবেদন : রোটাঃ পিপি অধ্যাপক মো. জাকির হোসেন, আরএফএসএম,ডেপুটি কোঅর্ডিনেটর, ডি-৬৫।
ডিসিকে/এমজেডএইচ