প্রকাশ : ১৬ মে ২০২৫, ২২:২৬
দুদিনের সফরে চাঁদপুর এসেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন

দুদিনের সফরে চাঁদপুর এসেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি শুক্রবার (১৬ মে ২০২৫) রাত ৮টায় কুমিল্লা থেকে সড়কযোগে চাঁদপুর সার্কিট হাউজে এসে উপস্থিত হলে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তাঁকে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। পরে সার্কিট হাউজ সভাকক্ষে চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে তিনি মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকতসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
|আরো খবর
শনিবার (১৭ মে ২০২৫) তাঁর সফরসূচির মধ্যে রয়েছে : সকাল ৯টা থেকে সকাল ১০.৪৫ টা চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়-এর এল.এ. শাখা পরিদর্শন; বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর জেলা-এর আদালত পরিদর্শন; সকাল ১১টায় চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫-এর শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান। এরপর পর্যায়ক্রমে অর্পণ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, চাঁদপুর পরিদর্শন, চাঁদপুর সদর উপজেলাধীন পল্লী সঞ্চয় ব্যাংক (আমার বাড়ি আমার খামার) পরিদর্শন, জেলা পরিষদ, চাঁদপুর-এর একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন, মতলব দক্ষিণ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করবেন। সবশেষে বিভাগীয় কমিশনার চাঁদপুর জেলা হতে মন্ত্রিপরিষদ বিভাগসহ অন্যান্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিতব্য বিভাগীয় কমিশনারগণের মাসিক সমন্বয় সভায় যোগদানের উদ্দেশ্যে ঢাকা জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. জিয়াউদ্দীনকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হিসেবে চাঁদপুরে তাঁর এটাই প্রথম সফর বলে জানা যায়।
ক্যাপশন : ড. মো. জিয়াউদ্দীন।