শনিবার, ১৭ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৬ মে ২০২৫, ১৮:১৯

বিষপানে এক নারীর আত্মহত্যা

বিষপানে এক নারীর আত্মহত্যা
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলায় শাহিনুর বেগম (৪৫) নামে এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন। গত বুধবার (১৪ মে ২০২৫) সকালে তিনি বিষপান করলে তার স্বামী তাকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন।

মৃত শাহিনুরের মেয়ে রাবেয়া বেগমের বরাত দিয়ে মতলব উত্তর থানা পুলিশ জানায়, রসুলপুর সানাতেরকান্দি গ্রামের নুরু মিয়ার স্ত্রী শাহিনুর বেগম। তিনি গাজীপুরে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন। ওখানে চাকুরি করা অবস্থায় সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান। সেই থেকে কানে কম শুনতেন এবং তীব্র মাথা ব্যথায় ভুগতে থাকেন তিনি। মাথা ব্যথা উঠলে যন্ত্রণায় ছটফট করতেন। তবে কী কারণে ভিকটিম কীটনাশক পান করেছেন তা জানা যায়নি।

মতলব উত্তরের ওসি মো. রবিউল হক বলেন, ভিকটিমের লাশ বাড়িতে নিয়ে আসলে সংবাদ পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম গ্রহণ করে। আত্মহত্যার কারণ জানা যায়নি, তবে পোস্টমর্টেম রিপোর্ট আসলে সত্যতা জানা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়