বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৫ মে ২০২৫, ০৯:০৯

ইউটিউব, ফেসবুককে টেক্কা দিতে সামাজিক মাধ্যম আনছে ওপেনএআই

তথ্য-প্রযুক্তিকণ্ঠ ডেস্ক
ইউটিউব, ফেসবুককে টেক্কা দিতে সামাজিক মাধ্যম আনছে ওপেনএআই

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আনতে চলেছে ওপেনএআই। এমনই খবর চাউর হয়েছে প্রযুক্তি বিশ্বে। জানা গেছে, সামাজিক মাধ্যম নিয়ে কাজ শুরু করে দিয়েছে ওপেন এআই। তবে, এই প্ল্যাটফর্ম সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি। কোম্পানি সোশ্যাল মিডিয়া এবং এআই পাওয়ার একত্রিত করার জন্যে কাজ করছে, তবে এটি কীভাবে ঘটবে সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য নেই।

মনে করা হচ্ছে যে, এই প্ল্যাটফর্মটি সরাসরি এলন মাস্কের এক্স (পূর্বে টুইটার) এবং মার্ক জুকারবার্গের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। তবে, এক্স এবং মেটার সকল প্ল্যাটফর্মেই এখন এআই যুক্ত করা হয়েছে। এই প্রতিবেদনটি এচঞ ৪.১ পরিবারের এআই মডেল প্রকাশের পর এসেছে।

দ্য ভার্জের একটি প্রতিবেদন অনুসারে, ওপেনএআই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করছে। যা এক্স-এর মতো হতে পারে। এই অ্যাপের একটি প্রোটোটাইপও প্রস্তুত করা হয়েছে। এই প্রোটোটাইপটি এচঞ ৪ড়-এর উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে, যাতে ছবিও জেনারেট করা যাবে।

যদি আমরা এর সোশ্যাল মিডিয়া অ্যাঙ্গেল সম্পর্কে কথা বলি, তাহলে বিভিন্ন ব্যক্তির তৈরি ছবি ব্যবহারকারীদের পাবলিক ফিডে দেখা যাবে। ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এই প্রোটোটাইপ সম্পর্কে কিছু লোকের মতামত চেয়েছেন। তবে, কোম্পানি কি আলাদা অ্যাপ চালু করবে নাকি চালু থাকা চ্যাটজিপিটিতে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যুক্ত করবে তা এখনও জানা যায়নি।

এই কোম্পানির ভিডিও জেনারেটিং প্ল্যাটফর্ম সোরাতেও একই রকম ফিড পাওয়া যায়। তবে, এই ফিড পেজে নির্মাতাদের ছবি এবং ভিডিও দেখা যায় না। এই তথ্যের উপর ভিত্তি করে, মনে হচ্ছে কোম্পানির সোশ্যাল মিডিয়া অ্যাপটি একটি এআই প্ল্যাটফর্ম হবে। অর্থাৎ, একটি অও প্ল্যাটফর্ম, যা সোশ্যাল মিডিয়ার মতো ব্যবহার করা যাবে। সোশ্যাল মিডিয়া জগতে ঙঢ়বহঅও-এর প্রবেশ গবঃধ এবং ঢ কে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। এলন মাস্ককে বেশ কয়েকবার স্যাম অল্টম্যানের সমালোচনা করতে দেখা গেছে। তিনি ওপেনএআই-এর বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। এমনও খবর ছিলো যে, ঙঢ়বহঅও কেনার প্রস্তাব দিয়েছিলেন এলন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়