প্রকাশ : ১৬ মে ২০২৫, ২১:৫৭
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হোসেনপুর গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসার ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা করলো অপর মাদ্রাসার বখাটে শিক্ষার্থীরা

শাহরাস্তি হোসেনপুর গাউছিয়া হাশেমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রীদেরকে ইভটিজিং করে শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার কিছু বখাটে শিক্ষার্থী। এর প্রতিবাদ করেছে হোসেনপুর গাউছিয়া মাদ্রাসার ছাত্ররা। এতে শাহরাস্তি চিশতিয়া আলিম মাদ্রাসার ওই বখাটে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী ভাড়া করে এনে তাদেরকে দেশীয় অস্ত্র দিয়ে বেদম মারধর করে। এতে হোসেনপুর গাউছিয়া মাদ্রাসার ৬-৭ জন ছাত্র গুরুতর আহত হয়। ঘটনাটি ঘটে শুক্রবার (১৬ মে ২০২৫) দুপুরে শাহরাস্তি ভোলদিঘি কামিল মাদ্রাসা কেন্দ্রে। এদিন মাদ্রাসার দাখিল পরীক্ষার কৃষি শিক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিলো। একই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শাহরাস্তি হোসেনপুর গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীরা।
|আরো খবর
জানা যায়, শুক্রবার পরীক্ষা কেন্দ্রের দিকে আসার সময় হোসেনপুর গাউছিয়া মাদ্রাসার পরীক্ষার্থী ছাত্রীদের ইভটিজিং করে শাহরাস্তি চিশতিয়া আলিম মাদ্রাসার কিছু বখাটে ছাত্র। এতে প্রতিবাদ করে হোসেনপুর গাউছিয়া মাদ্রাসার পরীক্ষার্থী ছাত্ররা। এতেই ওই বখাটে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে পরীক্ষা শেষ হওয়ার পর স্থানীয় কিছু সন্ত্রাসী ডেকে এনে গাউছিয়া মাদ্রাসার ছাত্রদের উপর সন্ত্রাসী হামলা করে। এতে মো. মুক্তাদির, মো. কাউসার হোসেন, মো. পারভেজ, মো. শুভ, মো. মিরাজ হোসেন আহত হন। এদেরকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহতদের পরিবারের সদস্যরা।