বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১১:১২

ভাষা শিক্ষায় নতুন বিপ্লব ‘রিশো স্পিচ’

তথ্যপ্রযুক্তি কণ্ঠ ডেস্ক
ভাষা শিক্ষায় নতুন বিপ্লব ‘রিশো স্পিচ’

বিশ্বায়নের যুগে ইংরেজি ও অন্যান্য ভাষা শিক্ষার গুরুত্ব প্রতিদিনই বাড়ছে। বিশেষ করে বাংলাদেশের সংকীর্ণ চাকরির বাজারে এই দক্ষতার অভাব প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থা যেখানে এখনও সুদক্ষ জনবল তৈরির পর্যাপ্ত সমর্থন দিতে পারছে না, সেখানে চাকরিপ্রত্যাশী, বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থী কিংবা গবেষকদের ভাষা শিক্ষার জন্যে বিকল্প মাধ্যমের প্রতি নির্ভরতা বেড়েই চলেছে। এই চাহিদা মেটাতে সম্প্রতি বাজারে এসেছে একটি অভিনব এআই-ভিত্তিক ভাষা শেখার অ্যাপ ‘জরংযড় ঝঢ়ববপয’, যা বিশ্বের ২০টিরও বেশি ভাষা শেখার সুযোগ এনে দিয়েছে।

অ্যাপটির নির্মাতা প্রতিষ্ঠানের নাম ‘সনদ’। ‘রিশো স্পিচ’ এর নির্মাতারা জানিয়েছেন, এটি কেবল একটি অ্যাপ নয় বরং ভাষা শেখার ক্ষেত্রে একটি যুগান্তকারী উদ্ভাবন। অ্যাপটি ব্যবহারকারীদের জন্যে ইংরেজি ভাষা শেখাকে যেমন সহজ করেছে, তেমনি উন্নত করেছে উচ্চারণ, বাক্য গঠন এবং সাবলীলভাবে কথা বলার দক্ষতা। ব্যবহারকারী কোনো বাক্য বলার সময় যদি ভুল করেন, অ্যাপটি সঙ্গে সঙ্গে তা শনাক্ত করে সঠিক বিকল্প সাজেশন দেয়।

শুধু তাই নয়, এটি আরও ভালো বাক্য গঠনের পরামর্শ দিয়ে ব্যবহারকারীর ভাষাগত দক্ষতা উন্নত করে। ব্যবহারকারীরা নিজেদের ভাষা শেখার স্তর অনুযায়ী (প্রাথমিক, মাধ্যম, উন্নত) চর্চার বিষয়বস্তু বেছে নিতে পারেন।

অ্যাপটির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এর মাধ্যমে ভিন্ন ভিন্ন দেশের প্রচলিত উচ্চারণ শেখার সুযোগ। ফোনকলের মাধ্যমে বিভিন্ন দেশের স্থানীয় উচ্চারণে কথা বলার অনুশীলন ব্যবহারকারীদের আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতাকে বাড়িয়ে তোলে। এছাড়াও অ্যাপটিতে রয়েছে ‘বিল্ট-ইন মক টেস্ট’, যা বিশেষত ওঊখঞঝ পরীক্ষার প্রস্তুতিতে অত্যন্ত কার্যকর। স্পিকিং সেকশনের জন্যে আলাদা প্রশিক্ষণের সুযোগ থাকায় এটি শিক্ষার্থীদের জন্যে বিশেষভাবে উপযোগী।

‘রিশো স্পিচ’ অ্যাপটি গুগল প্লে-স্টোরে সহজেই পাওয়া যাচ্ছে। সামান্য মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন ফি দিয়ে এটি ব্যবহার করা সম্ভব। যারা ইংরেজি ভাষায় সাবলীল হতে চান, উচ্চারণে দক্ষতা অর্জনের স্বপ্ন দেখেন কিংবা আন্তর্জাতিক মানের ভাষা শেখার আনন্দময় অভিজ্ঞতা চান, তাদের জন্যে এটি এক আদর্শ সঙ্গী। এটি কেবল একটি অ্যাপ নয়, বরং আত্মবিশ্বাসের সাথে বিশ্বমঞ্চে নিজের দক্ষতা প্রকাশের একটি প্ল্যাটফর্ম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়