প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩
আমাকে রাজনৈতিক দাবার গুটি বানানো হয়েছে
জেলা বিএনপি কিংবা মানিক সাহেবের কোনো লোক আমাদের জায়গা দখলে আসেননি
.....মীর আহম্মদ আলী
চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের জন্যে কেনা জায়গার ২৫ পয়েন্ট জায়গা দখলের হুমকির অভিযোগ এনে ঢাকা প্রেসক্লাবের সামনে মানবন্ধন করেন মীর আহম্মদ আলীর পরিবার। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক তার জায়গা দখল করার হুমকি দিচ্ছেন মর্মে বক্তব্য প্রদান করেন তারা। এবার মীর আহম্মদ আলী নিজে চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে বললেন ভিন্ন কথা। তিনি দাবি করেন, আমাকে রাজনৈতিক দাবার গুটি বানিয়ে ইব্রাহিম কাজী জুয়েল মানিক ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করিয়েছে। মানিক সাহেবের বিরুদ্ধে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে অভিযোগ করার কথা ছিলো সেদিন। এসব কিছুই গুছিয়ে দিয়েছেন ইব্রাহিম কাজী জুয়েল।
বুধবার (১১ ডিসেম্বর ২০২৪) দুপুর ১২টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মীর আহম্মদ আলী।
এ সময় তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত ৪ ডিসেম্বরের সাংবাদিক সম্মেলনের ধারাবাহিকতায় আজকে এই প্রেসব্রিফিংয়ে উপস্থিত হয়ে বলছি যে, গত বেশ কিছুদিন যাবৎ কিছু লোকজন শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের লোক, অমুক নেতা আমাদেরকে পাঠিয়েছে এই বলে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমার দোকান থেকে টাকা না দিয়ে মালামাল নিয়ে যেতো। বলতো পাশের জায়গা শেখ ফরিদ আহমেদ মানিক সাহেব পার্টি অফিসের জন্যে নিয়েছেন। এখন তোরটা দিতে হবে। তাদের এরূপ হুমকি-ধমকি ও মানসিক নির্যাতনে আমি অসুস্থ হয়ে পড়ি। কোনো রূপ যাচাই-বাছাই না করে কতিপয় ষড়যন্ত্রকারীর পরামর্শে মানিক সাহেবকে দায়ী করি। কিন্তু পরবর্তীতে আমার পরিবার ও আত্মীয়-স্বজন বিভিন্ন রাজনৈতিক সূত্রের মাধ্যমে যাচাই করে জানতে পারি যে, উনার শত্রু ষড়যন্ত্রকারীরা লোকজন ভাড়া করে লুটতরাজ ও হুমকি-ধমকির মাধ্যমে আমাকে হিতাহিত জ্ঞানশূন্য এসব ঘটনা ঘটিয়েছে। তাদের এই নোংরা রাজনীতি খেলার শিকার মানিক সাহেব এবং আমাকে দাবার গুটি হিসেবে ব্যবহার করে। উক্ত ঘটনায় মানিক সাহেবের সম্মানের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তার জন্যে আমি মানিক সাহেবের কাছে ক্ষমা প্রার্থী। সমস্ত সাংবাদিক মহল, চাঁদপুরবাসী, বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিশেষ করে তারেক সাহেবের কাছে নিঃস্বার্থ ক্ষমা চাই।
তিনি আরো উল্লেখ করেন, চাঁদপুর বিএনপির দুঃসময়ের ও দুর্দিনের কাণ্ডারী মানিক সাহেবের শত্রুরা আমার মাধ্যমে রাজনৈতিক খেলা খেলে ওনার সম্মানহানি ঘটানোর অপচেষ্টা চালিয়েছে।
তিনি বলেন, ঢাকায় যে মানববন্ধন হয়েছে, সেখানে আমার এক আত্মীয় পুরাণবাজারের লিটন আমাকে ইব্রাহিম কাজী জুয়েলের কাছে নিয়ে যায়। তখন তিনি আমার ২৫ পয়েন্ট জায়গা দিতে হবে না, মানিক সাহেব পুরাণবাজার নতুন বাজারে অনেক জায়গা দখল করেছেন, আমার পুরো দোকান দখল করবে--এসব কথা বলে আমাকে মানসিক টর্চার করে। সবকিছু তিনি ব্যবস্থা করে দিবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে অভিযোগ করাবেন। ঢাকার সাংবাদিকদের সামনে উনার শিখিয়ে দেওয়া কথাগুলো উপস্থাপন করতে আমাকে ও আমার পরিবারকে বাধ্য করে।
আসলে চাঁদপুর জেলা বিএনপি কিংবা মানিক সাহেবের কোনো লোক আমাদের কাছ থেকে কোনো জায়গা দখল করতে আসেননি। তারা যে মালিকের থেকে জায়গা কিনেছে তার দাবি আমাদের দোকানে তার ২৫ পয়েন্ট জায়গা রয়েছে। আমার অন্যান্য ভাই-বোনদের সাথে যোগাযোগ করে জায়গা মেপে তারা পেলে তাদেরকে দিয়ে দেওয়া হবে। আমাকে মানসিক চাপ দিয়ে তারা এই ঘটনাটি ঘটিয়েছে। মানিক সাহেবের বিরুদ্ধে আনীত সম্পূর্ণ অভিযোগ অন্যজনের প্ররোচিত এবং মিথ্যা বানোয়াট।চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ, স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকরা, টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।