প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৬:৩৯
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ফরিদগঞ্জে শ্রমিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাব্বি (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) দুপুরে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাব্বি একই উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
|আরো খবর
মৃতের পরিবারের বরাত দিয়ে সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য নাজমুল হুদা বলেন, রাব্বি শোল্লা বাজারে একটি থাই এলুমিনিয়ামের দোকানে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো। দোকানের নিয়মিত কাজের অংশ হিসেবে খাজুরিয়া গ্রামে একটি বাড়িতে কাজ করতে যায় সে। সেখানে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আরএমও ডা. মো. মুজাম্মেল হোসেন বলেন, রাব্বিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, সরকারি হাসপাতাল থেকে মৃত্যুর সংবাদ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।