বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ২১:৫৪

রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।

লক্ষ্মীপুরের রায়পুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হোসেন এক জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে দক্ষিণ চরবংশী ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের চরকাছিয়া গ্রামে জেলের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহতের স্বজন আবুল মাঝি জানান, রাকিব হোসেন একজন মেঘনা নদীর জেলে। বিকেল ৫টার সময় তার বাড়িতে মুরগির ফার্মে গরম পানি প্রস্তুত করার সময় অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে।

কর্মরত চিকিৎসক ডা. সোহেল রানা আহত জেলে রাকিব হোসেনকে মৃত ঘোষণা করেন। নিহত রাকিব হোসেন চরকাছিয়া গ্রামের মিন্টু বেপারির বড় ছেলে।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, ঘটনাটি শুনেছি। খোঁজখবর নিয়ে দেখছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়