প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৭:০০
সুদের টাকা ফেরত চাওয়ায় খুন হন বৃদ্ধা শাহানা বেগম, মূল আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগরে সুদের টাকার লেনদেনের বিষয় নিয়ে জেরে স্বাসরোধ করে শাহানা বেগম (৫১) নামের এক নারীকে হত্যার পর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে অপমূত্যু মামলা দায়ের করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে আসে, স্বাভাবিক নয় শাহানা বেগমের মৃত্যু হয় শ্বাসরোধে। এ ঘটনার প্রায় ৪ মাস পর মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) খলিল মিয়া ওরফে ফেছাদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ফেছাদ পুলিশের জিজ্ঞাসাবাদে সুদের টাকা লেনদেন নিয়ে মনোমালিন্যের জেরে গলা টিপে শাহানাকে হত্যার দায় স্বীকার করেছেন।
|আরো খবর
রাজনগর থানা সুত্রে জানা যায়, গত ৩১ মার্চ সকাল ৬টার দিকে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের শাহানা বেগম (৫১)-এর মরদেহ নিজ ঘরে পাওয়া যায়। তার আত্মীয়স্বজন কারো ওপর কোনো সন্দেহ নেই বলে বিষয়টি স্বাভাবিক মৃত্যু হিসেবে পুলিশকে জানায়। রাজনগর থানা পুলিশ লাশের সুরতহাল শেষে ১ এপ্রিল একটি অপমৃত্যু মামলা (নং-০৪/২০২৫) রুজু করে।
পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, শাহানা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ তথ্য পেয়ে নিহতের মেয়ে বিউটি বেগম রাজনগর থানায় হত্যা মামলা (নং-০৪, তারিখ: ০৪/০৮/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন।
মামলার তদন্তভার পাওয়া এসআই (নি.) অরূপ সরকার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে একই গ্রামের খলিল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খলিল মিয়া জানান, নিহত শাহানা বেগম এলাকায় মানুষের কাছে সুদে টাকা লেনদেন করতেন। তার সাথেও শাহানা বেগমের সুদে টাকা লেনদেন ছিলো। মূলত এই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে শাহানা বেগমের সঙ্গে তার মনোমালিন্য হয়। ঘটনার দিন রাতে খলিল মিয়া শাহানার বাড়িতে যায়। সেখানে টাকা ফেরত দেওয়া নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে শাহানা বেগমকে ধাক্কা দিয়ে খাটের ওপর ফেলে গলা চাপা দিয়ে হত্যা করা হয়।রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন খাঁন জানান, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করলে জানা যাবে।