শনিবার, ০১ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২৩:২০

কুলাউড়ায় মাদক ও মাদক বিক্রির টাকাসহ আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি।।
কুলাউড়ায় মাদক ও মাদক বিক্রির টাকাসহ আটক ৩

মৌলভীবাজারের কুলাউড়ায় মাদক ও মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২ আগস্ট ২০২৫ ) রাতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রাম থেকে মাদক কারবারি আব্দুল বাজিদ (২৫), ইয়াকুব আলী (৪৫) ও কামাল (৪৫)কে আটক করেন।

এ সময় আটককৃতদের ঘর তল্লাশি করে মাদক বিক্রির ৪০ হাজার টাকা এবং ১৮০ পিস ইয়াবা, ইয়াকুবের পরনের লুঙ্গীর কোছা থেকে ১৭ পিচ ও কামালের ট্রাউজারের পকেট থেকে ২৪ পিস ইয়াবাসহ মোট ২২১ পিস ইয়াবা উদ্ধার করেন ডিবি সদস্যরা।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সাথে জড়িত বলে স্বীকার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (১) সারণির ১০ (ক)/৪১ ধারায় কুলাউড়া থানায় মামলা দায়েরের পর মৌলভীবাজারে জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়