প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ২২:১৯
শ্রীনগরে মধ্য বাঘরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাম্বালি মনি সম্প্রদায়ের কালী পূজা
প্রতি বছরের ন্যায় এবারওবিপুল উৎসব মুখর পরিবেশে ১০ ডিসেম্বর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য বাঘারা মনি পাড়ায় অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাম্বলি মনি সম্প্রদায়ের কালী পূজা।
এপূজায় দেশের বিভিন্ন প্রান্ত হতে তাদের নিকটতম আত্মীয় স্বজন ,যোগদান করেন।
পুরোহিতের গীতা মন্ত্রপাঠও মহিলাদের উলুধ্বনি,, শঙ্খ ধ্বনি,বাজনা বাদক ঢাক,ঢোল, বাদ্যযন্ত্রবাজিয়ে পূজা শুরু করলে পূজারী ভক্তগণ এ পূজা অংশগ্রহণ করে , অঞ্জলি দান,প্রসাদ গ্রহণ করেন ।
ঢাক,ডোল বাদ্যযন্ত্র বাজানোর ফলে উৎসবমুখর পরিবেশ এ পূজা উৎসব অনুষ্ঠিত হয় ।
পূজা উদযাপন কমিটিরপ্রধান সাধন দাসও সুকুমার দাস ,এ প্রতিনিধিকে জানান ,সনাতন ধর্মাম্বালীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা হলেও
অনুরূপ ভাবে তারা কালী পূজা করে থাকেন ।সারাদেশে সনাতন ধর্মাম্বলিরা নির্দিষ্ট তারিখে একই দিনে কালী পূজা উদযাপন করলেও মনি সম্প্রদায়েরা তাদের সুবিধা মত বিভিন্ন সময় কালী পূজা করে থাকেন ।
প্রতি বছর অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবার দিবাগত রাতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বাঘরা গ্রামের মনি সম্প্রদায় এদিন কালীপূজা উদযাপন করে থাকেন
তারই ধারাবাহিকতায় এ পূজা উদযাপন হচ্ছে বলে জানান ।
তারা আরো জানান, প্রতিবছর সারারাত পুরোহিত মন্ত্র পাঠের পর ভোর রাতে পাঠা বলির মাধ্যমে উৎসবের সমাপ্ত হয়।
এবার দুটি তিথি একই দিনে হওয়ায় পাঠা বলি দেয়া হয়নি ।
তবে উৎসবের কোন কমতি ছিল না ,,ভোরে পূজার শেষ পর্বে যান্ত্রিকদলের বাদ্যযন্ত্রের তালে তালে পূজারীরা নেচে গেয়ে উৎসবমুখর পরিবেশে পুজো শেষ হলেও
এ উৎসব চলবে পাঁচ দিনব্যাপী।
পূজা মন্ডপ ও চারিদিকে আলোক সজ্জার ব্যবস্থা করা হয়েছে।
পূজা মন্ডপএলাকার চারিদিকে অস্থায়ী দোকান বসেছে।
এসব দোকানে শিশুদের খেলনা সহ বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রীপাওয়া যাচ্ছে ।
দর্শনার্থীরা তাদের প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করছেন এসব দোকান হতে।
উদযাপন কমিটির সদস্য শ্রী বডু দাসজানান , পূজাটি যাতে নির্বিঘ্নে পালন করা যায় এর জন্য বাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আল নাসের তানজিলএর পক্ষ হতে গ্রাম পুলিশ পুলিশ পাঠিয়েছেন ।
নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত গ্রাম পুলিশরা তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছেন।
অপরদিকে রাতের বেলা টহলরত পুলিশপূজা মন্ডপ পরিদর্শন করে গেছেন।