প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ২১:০৬
সালেহ আহম্মেদ মিয়াজীর মৃত্যুতে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের শোক
জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সহ-সভা পতি আমিনুল ইসলাম নিবলুর পিতা সালেহ আহম্মেদ মিয়াজী গত ১০ ডিসেম্বর মঙ্গলবার রাত ৯টা ৫৫ মিনিটে চাঁদপুর শহরের পূর্ব শ্রীরামদীস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৮ বছর। মৃত্যুর আগে তিনি ৫ পুত্র ও ৩ কন্যা এবং নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
মরহুম সালেহ আহম্মেদ মিয়াজী একসময় পুরাণবাজারের লোহারপুলের ব্যবসায়ী ছিলেন। গত ১১ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় পূর্ব শ্রীরামদীস্থ ৩নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেন জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ রানা।