শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ২২:১৯

শাহতলী বাজারে প্রকাশ্যে পলিথিনের বেচাকেনা চলছে

সোহাঈদ খান জিয়া।
শাহতলী বাজারে প্রকাশ্যে পলিথিনের বেচাকেনা চলছে
ছবি : সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে পলিথিনের ব্যবসা জমজমাট। এখানে প্রকাশ্যে পলিথিন ব্যাগ বেচাকেনা চলছে।

জানা যায়, শাহতলী বাজারের অধিকাংশ মুদি দোকানে নিষিদ্ধ পলিথিনের ব্যবসা জমজমাট হয়ে উঠেছে। মুদি দোকানগুলোতে হাত বাড়ালেই পাওয়া যায় পলিথিন। এ বাজারে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যে যার মতো করে পলিথিন ব্যবসা করে আসছে। বাজারের মুদি দোকান, মাছ বাজার ও তরকারি বাজারসহ পুরো বাজারের অধিকাংশ দোকানী পলিথিন ব্যাগে করে বিভিন্ন মালামাল বিক্রি করে থাকে। অনেকে পলিথিন পাইকারিও বিক্রি করে থাকে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন , বাজারের অধিকাংশ ব্যবসায়ী নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ বিক্রি করাসহ মালামাল বিক্রি করে পলিথিন ব্যাগে করে দিয়ে থাকে। পূর্বেও পলিথিন ব্যাগ নিষিদ্ধ থাকার সময় তারা পলিথিন ব্যাগ বিক্রি করাসহ মালামাল পলিথিন ব্যাগে করে বিক্রি করতো। এদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেয়া জরুরি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়