শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ২১:১৭

শাহরাস্তিতে বিদ্যালয়ের মাঠ রক্ষায় ইউএনও'র পরিদর্শন

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে বিদ্যালয়ের মাঠ রক্ষায় ইউএনও'র পরিদর্শন

শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ রক্ষায় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসী শিক্ষকদের সাথে আলাপ করেন। তিনি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে উপজেলা প্রকৌশলীকে আহ্বান জানান।

এ সময় উপস্থিত এলাকাবাসী জানান, উল্লাশ্বর ও দাদিয়াপাড়া গ্রামে কোনো খেলার মাঠ নেই, এমনকি অত্র এলাকার সভা সমাবেশ, মিলাদ মাহফিল ও কোনো ব্যক্তি মারা গেলে বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়ে থাকে। বিদ্যালয় মাঠ বর্ধিত করার লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে ৭ শতাংশ সম্পত্তি ক্রয় করা হয়েছে। বর্তমানে প্রস্তাবিত জায়গায় বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হলে মাঠটি সংকুচিত হয়ে যাবে। তাই এলাকার বৃহৎ স্বার্থে ভবনটি সরিয়ে নিয়ে এক পাশে করা হলে মাঠটি রক্ষা পাবে। তারা জানান, এক্ষেত্রে এলাকাবাসীর উদ্যোগে সব ধরনের সহযোগিতা করা হবে। পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এ সময় শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় মাঠ রক্ষা করতে পোস্টার হাতে দাঁড়িয়ে থেকে নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়