প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ২১:১৭
শাহরাস্তিতে বিদ্যালয়ের মাঠ রক্ষায় ইউএনও'র পরিদর্শন
শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ রক্ষায় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসী শিক্ষকদের সাথে আলাপ করেন। তিনি এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্যে উপজেলা প্রকৌশলীকে আহ্বান জানান।
|আরো খবর
এ সময় উপস্থিত এলাকাবাসী জানান, উল্লাশ্বর ও দাদিয়াপাড়া গ্রামে কোনো খেলার মাঠ নেই, এমনকি অত্র এলাকার সভা সমাবেশ, মিলাদ মাহফিল ও কোনো ব্যক্তি মারা গেলে বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়ে থাকে। বিদ্যালয় মাঠ বর্ধিত করার লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে ৭ শতাংশ সম্পত্তি ক্রয় করা হয়েছে। বর্তমানে প্রস্তাবিত জায়গায় বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হলে মাঠটি সংকুচিত হয়ে যাবে। তাই এলাকার বৃহৎ স্বার্থে ভবনটি সরিয়ে নিয়ে এক পাশে করা হলে মাঠটি রক্ষা পাবে। তারা জানান, এক্ষেত্রে এলাকাবাসীর উদ্যোগে সব ধরনের সহযোগিতা করা হবে। পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সৌরভ দাস, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এ সময় শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় মাঠ রক্ষা করতে পোস্টার হাতে দাঁড়িয়ে থেকে নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।