বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৬:৪৯

চাঁদপুর সদরে মেধাবী শিক্ষার্থীরা পেলো উপজেলা প্রশাসনের শিক্ষাবৃত্তি

অনলাইন ডেস্ক
চাঁদপুর সদরে মেধাবী শিক্ষার্থীরা পেলো উপজেলা প্রশাসনের শিক্ষাবৃত্তি

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ‘উপজেলা প্রশাসন শিক্ষা বৃত্তি-২০২৪’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ১৯জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। জেলা প্রশাসক উপস্থিত মেধামী শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্যে দিকনির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ। সদর উপজেলা শিক্ষা অফিসার ভব রঞ্জন দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন কুমার দাসসহ অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ১ লাখ ৯০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়