শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ২১:২১

রাজারগাঁও ফাজিল মাদ্রাসায় মতবিনিময় সভা

বইয়ের কয়েকটি প্রশ্ন শিখে পরীক্ষায় পাস করাই শিক্ষা না : অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল হাই মোহাম্মদ আনাছ

আলমগীর কবির
বইয়ের কয়েকটি প্রশ্ন শিখে পরীক্ষায় পাস করাই শিক্ষা না  :  অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল হাই মোহাম্মদ আনাছ
ক্যাপশন ঃ রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল হাই মোহাম্মদ আনাছ। ছবি-আলমগীর কবির

পাঠ্য বইয়ের কয়েকটি প্রশ্ন শিখে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়ে পাস করে একটি সাটিফিকেট অর্জন করাকে শিক্ষা বলে না। যদি এটাই শিক্ষা হতো তাহলে চেতনা বলে কিছুই থাকতো না। আমরা দেখি অনেক পরীক্ষার্থী আছে, আবার অনেক শিক্ষার্থী আছে যারা পরীক্ষাকে কেন্দ্র করেই শুধু পড়েলেখা করে। আমরা তাদেরকে শিক্ষার্থী বলি না। শিক্ষার্থী হচ্ছে সে, যে লেখাপড়া করে সমাজে মানুষের সাথে ভালো আচরণ করে, পিতা, মাতার প্রাপ্য অধিকার ও সম্মান, শিক্ষকদের সম্মান, দেশের প্রতি ভালোবাসা, নিজকে পরিপাটি করে গড়ে তোলা এবং খারাপ কাজে জড়িত নিজকে না করা। কথাগুলো বলেছেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূরুল হাই মোহাম্মদ আনাছ। তিনি আরো বলেন, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হলে বেশি করে জ্ঞান অর্জন করতে হবে, পরিশ্রমী হতে হবে, নীতি নৈতিকতা ও দ্বীন ইসলাম মেনে সমাজে চলতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রাজারগাঁও ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নূরুল হাই মোহাম্মদ আনাছ গতকাল ১৪ নভেম্বর মাদ্রাসার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে এই মতবিনিময় সভা মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মোঃ আবু বকরের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি রিফাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম, রাজারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, গভর্নিংবডির দাতা সদস্য মোঃ নূরে আলম খান ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়