শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ২১:১৩

এবার হাজীগঞ্জ বাজারে মিলেছে ১১শ' কেজি পলিথিন।। দুজনের জেল

কামরুজ্জামান টুটুল।।
এবার হাজীগঞ্জ বাজারে মিলেছে ১১শ' কেজি পলিথিন।।  দুজনের জেল
হাজীগঞ্জে নিষিদ্ধ পলিথিনের দোকানে অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহানসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণ। ছবি: চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জের বাকিলা বাজারে ২ ট্রাক নিষিদ্ধ পলিথিন জব্দের সপ্তাহ পার না হতেই এবার হাজীগঞ্জ বাজারে পলিথিনের গুদামে এবং খুচরা বিক্রির দোকানে অভিযান চালিয়ে ১১শ' কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তর জেলা অফিসের সহযোগিতায় হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান অভিযান পরিচালনা করেন। এ সময় ৮ হাজার টাকা জরিমানা আরোপসহ দুজনকে ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ বাজারের পলিথিনের গোপন গুদামসহ পলিথিনের খুচরা বিক্রির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন ব্যবসায়ী আবুল কালাম ও মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,

হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় এদিন বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হাজীগঞ্জ বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন চাঁদপুর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে আবুল কালাম ও মিজানুর রহমান নামে দুজন ব্যবসায়ীকে ৪দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে মিজানুর রহমানকে কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই সময়ে মাইনুদ্দিন নামের অপর এক ব্যবসায়ীকে নগদ ১ হাজার টাকা, রাছেলকে ৫ শ' ও সফিকুর রহমানকে ১ হাজার ৫ শ' টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অন্যান্য ব্যবসায়ীকে পলিথিন বিক্রয় ও ব্যবহার না করা এবং পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাপড় ও কাগজের তৈরি ব্যাগ ব্যবহারের নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। এ সময় তিনি বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. আব্দুল হান্নান, পরিশর্দক শারমিন আহমেদ লিমাসহ অন্যান্য সরকারি কর্মকর্তাগণ।

উল্লেখ্য, গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করে সরকার। এরপর গত ১ নভেম্বর থেকে কাঁচাবাজারেও পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হয়। ওই সময়ে বলা হয়, কোনো সুপারশপ বা কাঁচা বাজারে যদি পলিথিন ব্যাগ ব্যবহার করা হয়, তাহলেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়