প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ২০:০৭
এই ইউনিয়ন সন্ত্রাসীদের ইউনিয়ন হিসেবে পরিচিত ছিলো
তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় শেখ ফরিদ আহমেদ মানিক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে বিএনপি আন্দোলন করেছে। সেই আন্দোলনের ফসল ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আজকের অন্তর্বর্তীকালীন সরকার। সামনে জাতীয় নির্বাচন। খালেদা জিয়াকে ক্ষমতার মসনদে আনতে হলে নেতা-কর্মীদের কঠিন পরিশ্রম করতে হবে। এখন থেকেই ধানের শীষের পক্ষে খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
|আরো খবর
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে
চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি উপস্থিত জনগণ থেকে অঙ্গীকার আদায়ে বলেন, আপনারা দু' হাত তুলে কথা দেন জনগণের জন্যে কাজ করবেন। আমরা আন্দোলন-সংগ্রাম করেছি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্যে। আশা করি আমাদের আন্দোলন সফল হয়েছে।
তিনি বলেন, আপনারা দেখেছেন, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান আমাদের নেত্রীকে কী সম্মান দেখিয়েছেন। বেগম খালেদা জিয়াকে আগামীর মসনদে আনতে হলে কঠিন পরিশ্রম করতে হবে। তিনি বলেন, এই ইউনিয়নটা সন্ত্রাসীদের ইউনিয়ন হিসেবে পরিচিত ছিলো। আপনাদের সহযোগিতায় এই ইউনিয়ন যাতে সাধারণ মাটি ও মানুষের ইউনিয়ন হয় সেদিকে খেয়াল রাখবেন। এই ইউনিয়নে যাতে কোনো কিশোর গ্যাং না থাকে এ দায়িত্ব আমার দলের নেতা-কর্মীসহ এলাকাবাসীকে নিতে হবে। আপনারা প্রত্যেকে প্রত্যেকের সন্তানের প্রতি খেয়াল রাখবেন, তারা কী কাজ করে কোথায় যায় সেটা দেখবেন ও জানবেন। আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবেন। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। প্রতিটি ঘরে মাদকের আখড়া বানিয়ে দিয়েছে। আমাদের এই তরুণ সমাজকে রক্ষা করতে হবে।
শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরের সাবেক এমপি ও তরপুরচণ্ডী ইউনিয়নের কৃতী সন্তান জিএম ফজলুল হক। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ। আপনারা সবাই তাঁর সুস্থতার জন্যে দোয়া করবেন। তিনি যেনো সুস্থ হয়ে নেতা-কর্মীদের মাঝে ফিরে আসেন এবং আমরা সবাই এক সঙ্গে বিএনপির রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।
তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজমুল আহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহিদুল্লাহ দর্জি ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. আলম খান মঞ্জু। উপস্থিত ছিলেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, আক্তার হোসেন সাগর, দপ্তর সম্পাদক শরীফ আহমেদ খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, আরেফিন খান, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাছরিন রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদসহ নেতৃবৃন্দ।
বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত তরপুরচণ্ডী ইউনিয়ন বিএনপির এই মতবিনিয়র সভা হলেও নেতা-কর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত ব্যাপক উপস্থিতিতে তা জনসভায় পরিণত হয়। সেখানে নারী কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
জেলা বিএনপির শীর্ষ নেতা শেখ ফরিদ আহমেদ মানিক এই ইউনিয়নে আসছেন এমন খবরে বহুদিন পর নেতা-কর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হয়।