বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৩২

খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা জামায়াতের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুর জেলা জামায়াতের শোক
প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া কামনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী এবং সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) এক যৌথ বার্তায় তাঁরা এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তারা বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

তাঁরা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন বেগম জিয়ার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।

জামায়াত নেতৃবৃন্দ বেগম জিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়া ছিলেন আপসহীন। তিনি স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি গভীর শ্রদ্ধা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। পুরো জাতির মতোই বেগম জিয়াও আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বেগম জিয়াকে কারাভোগ করতে হয়েছে।’

তাঁরা আরও বলেন, ‘চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অর্জিত বিপ্লবের মাধ্যমে বেগম জিয়া সাজানো মামলার কারাদণ্ড থেকে মুক্তি পান। তিনি আমৃত্যু আপসহীন ভূমিকা পালনের কারণে জাতির কাছে আপসহীন নেত্রী হিসেবে নিজের অবস্থান সৃষ্টি করেছেন। বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক অঙ্গনে বেগম জিয়ার সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়