প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ২১:০৯
শাহরাস্তি প্রেসক্লাবের শোক

সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শাহরাস্তি প্রেসক্লাব। ক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন প্রেসক্লাবের পক্ষে এক শোক বার্তায় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন আপসহীন নেত্রী, তিনি পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন অভিভাবক হারিয়েছে। মহান আল্লাহ পাক তাঁকে বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থানে অধিষ্ঠিত করুন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও দলের সকল নেতাকর্মীকে এই শোক সইবার তৌফিক দান করুন, আমীন।








