শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১৬:৪৩

মেঘনা এক্সপ্রেসের ইঞ্জিন দুই দফা বিকল, আড়াই ঘণ্টা পর চট্টগ্রাম রওনা

মেঘনা এক্সপ্রেসের  ইঞ্জিন দুই দফা বিকল, আড়াই ঘণ্টা পর চট্টগ্রাম রওনা
চাঁদপুর শহরের মিশন রোডের দক্ষিণে ইঞ্জিন বিকল হবার পর এভাবেই রেল লাইনের উপর থেমে থাকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন
অনলাইন ডেস্ক

ইঞ্জিন বিকল হওয়ায় নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেন। তবে বিকল ইঞ্জিন কিছুটা সচল হলেও তা হাজীগঞ্জ স্টেশনে গিয়ে আবারও বন্ধ হয়ে যায়। পরে লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে গন্তব্যে রওনা হয় ট্রেনটি। এতে

দুই শতাধিক যাত্রী বিড়ম্বনা ও দুর্ভোগের শিকার হয়।

শুক্রবার (২২ নভেম্বর) ভোর ৫ টায় চাঁদপুর বড় স্টেশন থেকে মেঘনা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলে মূল স্টেশন থেকে দেড় কিলোমিটার পথ চলার পর চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় ইঞ্জিন বিকল হয়ে বন্ধ হয়ে যায় ট্রেন।

এতে দেড় ঘণ্টা চেষ্টার পর বিকল ইঞ্জিন চালু করে আবারও যাত্রা করে। এক পর্যায়ে হাজীগঞ্জ স্টেশন পর্যন্ত পৌঁছানোর পর তা আবারও ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়।

রেলওয়ে চাঁদপুর বড় স্টেশন মাস্টার মারুফ হোসেন জানান, সকাল ১০টায় লাকসাম থেকে বিকল্প ইঞ্জিন এনে পরে ট্রেনটি চট্টগ্রামের পথে রওয়ানা করে।

ট্রেনের চালক মাহবুব আলম জানান, কয়েক ঘণ্টা বিলম্ব হলেও নিরাপদে চট্টগ্রাম স্টেশনে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস পৌঁছেছে।

ট্রেনের পরিচালক লিটন জানান, প্রায় আড়াইশ যাত্রী ছিলেন ট্রেনটিতে।

দেশের দক্ষিণ অঞ্চলের নৌপথের যাত্রী সাধারণের চট্টগ্রাম যাওয়ার জন্যে এবং চাঁদপুরের রেল যাত্রীদের সুবিধার্থে ১৯৮৫ সালে চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে যাত্রা শুরু করে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। প্রতিদিন ভোর ৫টায় ছেড়ে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছে সকাল সাড়ে ৯টায়। তবে অনেক পুরনো ইঞ্জিন ও বগি দিয়ে লক্কর ঝক্কর গতিতেই চলে আসছে আন্তঃনগর এই ট্রেনটি। এটি সংস্কারের জন্যে দীর্ঘদিনের দাবি থাকলেও কার্যত কোনো উদ্যোগ নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়