প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ২০:১৯
চাঁদপুর সদর উপজেলা মডেল মসজিদে প্রথম জুমার নামাজ আদায়
২২ নভেম্বর শুক্রবার নবনির্মিত চাঁদপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে উদ্বোধন হয়। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জুমার নামাজে ইমামতি করেন পেশ ইমাম ও খতিব মাও. মাহদী হাসান।
নামাজ আদায়ের পরে আল্লাহ তায়ালার দরবারে শোকরিয়া আদায় করে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন মিলন, এএইচএম আহসান উল্লাহ, চাঁদপুর শহর জামায়াতের আমীর অ্যাড. শাহজাহান খান, চাঁদপুর গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আলী নূর, ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক আসাদুজ্জামান ভূইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীনসহ শত শত ধর্মপ্রাণ মুসল্লি। নামাজ শেষে মিলাদ, কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মাহদী হাসান। এছাড়া নামাজের পূর্বে খুতবার আলোচনায় মুসল্লিরা মুগ্ধ হন।