প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ২২:২৯
শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে হাঁটা ম্যারাথন (ওয়াকথন) প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর ২০২৪) সকাল সাড়ে ৬টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
|আরো খবর
প্রতিযোগিতার আয়োজনে রয়েছে শহরের ক্রীড়া ও সমাজিক সংগঠন ‘চলেন হাঁটি’। প্রতিযোগিতার সফল বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। হাঁটা ম্যারাথন (ওয়াকথন) প্রতিযোগিতার লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের প্রতিষ্ঠাতা আলম পলাশ।
তিনি বলেন, গত ৬ মাস পূর্বে শহরের বেশ কিছু লোক নিয়ে চাঁদপুর সরকারি কলেজে হাঁটার জন্যে উদ্যোগ নিই। এই বিষয়ে আমরা কলেজ কর্তৃপক্ষের অনুমতি চাইলে কলেজ কর্তৃপক্ষ অনুমতি দেয়। তবে কলেজের পক্ষ থেকে পরিচয়পত্রসহ লোকদের হাঁটার জন্যে শর্ত দেন। যে কারণে একটি সামাজিক সংগঠন করার চিন্তা করা হয়। তার প্রেক্ষিতে আমরা ক্রীড়া ও সমাজিক সংগঠন ‘একটি উদ্যোগ’-এর পক্ষ থেকে ‘চলেন হাঁটি’ কার্যক্রম শুরু করি।
তিনি আরও বলেন, শহেরর লোকজনের সড়কে হাঁটা নিরাপদ নয়। হাঁটতে গিয়ে নানা দুর্ঘটনার শিকার হন। তবে সুস্থ থাকার জন্যে আমাদের প্রত্যেকেরই হাঁটা প্রয়োজন। আমাদের উদ্যোগের কারণে এখন বহু লোক প্রতিদিন কলেজ মাঠে হাঁটতে আসেন। এতে পরস্পরের প্রতি সামাজিক বন্ধন তৈরি হচ্ছে এবং সকাল বেলায় একটি মিলনমেলায় পরিণত হয়।
আলম পলাশ বলেন, ইতোমধ্যে আমরা এই উদ্যোগে সম্পৃক্তদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র বিতরণ করেছি। বাস্কেটবল ও মার্শাল আর্ট প্রশিক্ষণ শুরু হয়েছে। ভবিষ্যতে বড়ো ধরনের ম্যারাথন আয়োজন এবং সাঁতার প্রশিক্ষণের পলিকল্পনা রয়েছে।
তিনি বলেন, এই প্রথম প্রতিযোগিতায় পুরুষদের বয়সভিত্তিক দুটি দল থাকবে, একটি ১৫ থেকে ৪৫ বছর ও অপরটি ৪৬ থেকে ৭৫ বছর। নারীদের জন্যও দুটি দল। একটি ১৫ থেকে ৪৫ বছর এবং অপরটি ৪৬ থেকে ৭৫ বছর।
চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে পুরুষরা শহরের ৬ কিলোমিটার এবং নারীরা ৩ কিলোমিটার পথ হেঁটে ম্যারাথন শেষ করবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪টি গ্রুপে ১২ জনকে দেয়া হবে সনদ, মেডেল ও ক্রেস্ট। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছেন শিল্পপতি ও সমাজসেবক এনএম খান মুরাদ।
সংবাদ সম্মেলনে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌস, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও ক্রীড়া সাংবাদিক চৌধুরী ইয়াসিন ইকরামসহ বিভিন্ন গণামধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন।