শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১৭:২৭

লোটাস-বাড চ্যারিটি ফোরামের ইংলিশ অলিম্পিয়াড মেধা অন্বেষণ পরীক্ষা

মুহাম্মদ আরিফ বিল্লাহ
লোটাস-বাড চ্যারিটি ফোরামের ইংলিশ অলিম্পিয়াড মেধা অন্বেষণ পরীক্ষা
লোটাস-বাড ইংলিশ অলিম্পিয়াড (সিজন-১) ৪র্থ মেধা অন্বেষণ পরীক্ষার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দৃশ্য।

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস-বাড চ্যারিটি ফোরামের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ইংলিশ অলিম্পিয়াড মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ নভেম্বর সকাল ১০ টায় উপজেলার মতলব পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাটির নাম লোটাস-বাড ইংলিশ অলিম্পিয়াড (সিজন-১) ৪র্থ মেধা অন্বেষণ পরীক্ষা ২০২৪।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. বশির আহমেদ জানান, উপজেলার মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির ৩৩৫ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। পরীক্ষায় অংশগ্রহণ করেছে মোট ২২৯ জন শিক্ষার্থী । পরীক্ষাটি মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় দুটি কেন্দ্রে এক যোগে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। মেধা যাচাই পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করার জন্যে সংগঠনের পঞ্চাশের অধিক স্বেচ্ছাসেবী নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

লোটাস-বাড ইংলিশ অলিম্পিয়াড (সিজন-১) ৪র্থ মেধা অন্বেষণ পরীক্ষা ২০২৪ পরিদর্শন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবুধাবী প্রবাসী মো. জুয়েল সরকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিক এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়