বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ২০:৩২

মতলব উত্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে কাব স্কাউট শিক্ষার্থীরা

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে কাব স্কাউট শিক্ষার্থীরা
মতলব উত্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে কাব স্কাউট শিক্ষার্থীরা

নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে মতলব উত্তরের প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট শিক্ষার্থীরা। বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা র‌্যালিসহ আশপাশের সড়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফেলে রাখা ময়লা আবর্জনা পরিষ্কার করে। সরজমিনে গিয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় বিভিন্ন স্কুলের কাব স্কাউট শিক্ষার্থীদের। তারা হাতে ঝাড়ু ও বেলচা নিয়ে রাস্তায় পড়ে থাকা ময়লা পরিষ্কার করে ব্যাগে ভরে নির্দিষ্ট ময়লার ভাগাড়ে ফেলেছে। উপজেলার ৩৬নং সাদুল্যাপুর সপ্রাবির কাব শিক্ষার্থী তনয়া হোসেন ফারিয়া জানায়, আজ আমরা কাব স্কাউট শিক্ষার্থীরা নিজের দায়িত্ব মনে করে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সামাজিক কাজ শুরু করেছি। এখন থেকে আমাদের বিভিন্ন সামাজিক কাজকর্ম চলমান থাকবে। সামাজিক ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে চাই। দক্ষিণ ব্যাসদি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কাব স্কাউট লিডার শ্যামল কুমার বাড়ৈ বলেন, মানসম্মত শিক্ষার জন্যে প্রয়োজন সুষ্ঠু ও নির্মল পরিবেশ। শিক্ষাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। কাব স্কাউট শিক্ষার্থীদের এমন উদ্যোগ প্রশংসনীয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়