শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ২০:৩৩

বিষ্ণুদী ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে আলোচনা সভা

সকলে মিলে ক্লাবের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাবো : নবাগত সভাপতি অ্যাড. সেলিম আকবর

চৌধুরী ইয়াসিন ইকরাম
সকলে মিলে ক্লাবের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাবো : নবাগত সভাপতি অ্যাড. সেলিম আকবর
চাঁদপুর বিষ্ণুদী ক্লাবের নতুন কমিটি গঠনকল্পে সভায় বক্তব্য রাখছেন ক্লাবের সভাপতি অ্যাড. সেলিম আকবর

চাঁদপুরের ঐতিহ্যবাহী ক্লাব বিষ্ণুদী ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে আলোচনা সভা, নতুন কমিটি গঠন ও শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ফয়সাল শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব শাহ মোহাম্মদ জাহাঙ্গীর। সভায় নতুন কমিটি গঠন ও শপথবাক্য পাঠ করান ক্লাবের সাবেক সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর। নবাগত কমিটি গঠন শেষে উপস্থিত সকল সদস্য ও উপদেষ্টাদের উদ্দেশ্যে ক্লাবের নবাগত সভাপতি ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর বলেন, আমি দীর্ঘদিন এই ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছি। এখন যেহেতু পুনরায় নতুন করে দায়িত্ব পেলাম, এলাকার সকল মুরুব্বী, উদীয়মান তরুণরাসহ ক্রীড়ামোদীদের নিয়ে আমরা ক্লাবের খেলাধুলার উন্নয়নে কাজ করে যাবো। সকলে মিলে ক্লাবের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমার সকল ধরনের সহযোগিতা থাকবে। চাঁদপুরের ক্রীড়াঙ্গনে বিষ্ণুদী ক্লাবের ঐতিহ্য রয়েছে। আমাদের সেই ঐতিহ্য ধরে রাখতে হলে খেলাধুলায় ভালো কিছু করতে হবে। এলাকার সকলকে সাথে নিয়েই আমরা খেলাধুলায় অংশগ্রহণ করতে চাই । ক্লাবের সিনিয়র কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক শোয়েবুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের নবাগত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক, ক্লাবের কর্মকর্তা বিল্লাল হোসেন মাঝি, চাঁন মিয়া মাঝি, জাহাঙ্গীর গাজী, আমিন মোল্লা, হানিফ বকাউল, দুলাল, জাকির হোসেন বন্ধুকসী, মাহবুব সরকার, জাহাঙ্গীর মাঝি, খায়ের ছৈয়াল, আনোয়ার হোসেন বাচ্চু মিজি, আলমগীর হোসেন মৃধা মাঝি, শাহিন কবির প্রমুখ। সভার সভাপতি ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে চলতি ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়