প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৮:৫০
জনক

সামিরা মেহনাজ নুসরাত জনক
বাবা তুমি
নও ক’টি ধ্বনিতে সৃজন,
তুমি ভুবনে জন্ম দিয়েছ
অগণিত ভাবের রচন।
তুমি এক মুষ্টি মাটি হতে সৃষ্ট,
ধরণীতে তুমি জীবে সর্বশ্রেষ্ঠ।
তপ্ত পৃথিবীতে আগমনে তুমি
ভ্রমে ছিলে আদি-অন্তে,
সাজাতে বিধি তোমায়Ñ
মাকে করল সর্বশ্রেষ্ঠ।
তোমা হতে জন্মেছি মোরা
জন্ম-জন্মান্তে ভ্রম-ভ্রান্ত,
দিশাহীন চলে
দুনিয়া করেছি অশান্ত।
তুমি ভূমে এনেছিল মোর প্রাণ,
রঙ্গ-মঞ্চে নটরাজ হয়ে
ভুলে গেছি সব প্রতিদান।
তোমার সহায় বেড়ে উঠিল
আমার রক্ত-মাংস প্রাণ,
বিনিময়ে তুমি চাইলে না
কভু এতোটুকু প্রতিদান।
তোমার জীবন মোদের তরে,
করিলে জ্বলন জ্বলা,
তুমি হীনা এ জীবন শুধু
দুঃখ-কষ্ট যন্ত্রণায় ভরা।
সময় থাকিতে সবাই যদি
হয়ে যাই সাবধান,
তব জন্ম-জন্মান্তে মহাকাব্য হবে
জীবন হবে, মম মহৎ, মহীয়ান।