শনিবার, ০৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৭:২২

ফরিদগঞ্জে হাসান হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে হাসান হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদগঞ্জ পৌর এলাকার নোয়াগাঁও গ্রামের রন মিজির বাড়ির যুবক হাসানের হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারে মাধ্যমে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার (৯ আগস্ট ২০২৫) বিকেলে নোয়াগাঁও ও মিরপুর গ্রাম থেকে শতাধিক নারী পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে এসে অবস্থান নেয়। পরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন নিহত হাসানের ভাই শরীফ হোসেন, বোন কুলছুমা বেগম ও মা পেয়ারা বেগম।

তারা জানায়, প্রায় একমাস হয়ে গেলেও হাসানের অভিযুক্ত খুনিদের আটকের কোনো লক্ষণ নেই। বরং তারা প্রকাশ্যে আমাদের হুমকি ধমকি দিচ্ছে। এতে আমরাও হাসানের মতো খুন হওয়ার আশংকা ব্যক্ত করছি। পুলিশ এই ঘটনায় মাত্র একজনকে আটক করেছে। কিন্তু আমাদের ধারণা, মূল অভিযুক্তরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। তাই অবিলম্বে তাদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে ফাঁসি চাই।

উল্লেখ্য, ১১ জুলাই ২০২৫ (শুক্রবার) বিকেলে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামের তপদার বাড়ির শাহ আলমের পোল্ট্রি মুরগির খামারের পাশে সাত্তার মিয়ার মালিকানাধীন সুপারির বাগান থেকে হাসানের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসানুর রহমান হাসান একই গ্রামের রনমিজি বাড়ির খোকন মিজির ছেলে। তিনি ১ ছেলে ২ মেয়ের জনক ছিলেন।

নিহতের ভাই শরীফ হোসেন ও বোন কুলছুমা বেগম জানান, ঘটনার ক’দিন আগে স্থানীয় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই বাড়ির লোকজন দলবল নিয়ে এসে আমার ভাইকে মারধর করে ও হত্যার হুমকি দেয়। গত ১০ জুলাই (বৃহস্পতিবার) রাতে আমার ভাই বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ১১ জুলাই শুক্রবার জুমার নামাজের পর খবর পেয়েছি, আমার ভাইয়ের লাশ সুপারির বাগানে পড়ে আছে। আমাদের ধারণা আমার ভাইকে হত্যা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়